জারিফের তুরস্ক সফর: আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনাই লক্ষ্য
https://parstoday.ir/bn/news/iran-i80703
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফর করেছেন। গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক উন্নয়নসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৫, ২০২০ ১৯:২১ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
    পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফর করেছেন। গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক উন্নয়নসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তুরস্কের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করবেন বলে কথা রয়েছে। ওই সফরেও তিনি  রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতিসহ মস্কো-তেহরান সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। তেহরান এবং আঙ্কারার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সিরিয়া সঙ্কট নিরসনে আস্তানা ও সোচি বৈঠক নিয়ে বহুপাক্ষিক কূটনীতি, যুদ্ধবিরতি স্থাপন ও সিরিয়ায় উত্তেজনা মুক্ত অঞ্চল তৈরির যৌথ ব্যবস্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা ইরান-তুরস্ক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

প্রেসিডেন্ট হাসান রুহানি

বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় এই সহযোগিতামূলক সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।  তুরস্ক বিষয়ক বিশেষজ্ঞ ভালি গোলমোহমদী বলেছেন, আঙ্কারা গত কয়েক বছর ধরে আঞ্চলিক দেশগুলির সাথে "সমস্যা শূন্য করার" নীতি অনুসরণ করে আসছে। ওই নীতি অনুসরণ করার ফলে পশ্চিম এশিয় প্রতিবেশি দেশগুলোর সঙ্গে তুরস্কের সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। জারিফের তুরস্ক সফরের মধ্য দিয়ে এই দৃষ্টিভঙ্গির সত্যতা নিশ্চিত হলো। এই সুবাদে ইরান ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র বিষয়ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে। ইরান সবসময়ই সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষা করা এবং সেদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে এসেছে এবং এখনও দিচ্ছে। জারিফের তুরস্ক ও মস্কো সফর ত্রিপক্ষীয় বৈঠকে গৃহীত সমঝোতাগুলোর পরিস্থিতি পর্যালোচনার দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা যেতে পারে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়্যেব এরদোগান  গত বছর  ইরান-রাশিয়া-তুরস্ক ত্রিপক্ষীয় পঞ্চম দফা শীর্ষ বৈঠকে সিরিয়াসহ এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা এবং নিরাপত্তার ওপর জোর দিয়েছিলেন। সকল পক্ষই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করার ব্যাপারে মত দিয়েছেন। সেইসব সিদ্ধান্ত পর্যালোচনা করাও জারিফের সফরের লক্ষ্য হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।