সিরিয়া ও প্রতিরোধ আন্দোলনগুলোর জন্য সমর্থন অব্যাহত রাখবে ইরান
-
সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হুসেইন আরনুসের সঙ্গে টেলিফোন সংলাপে ইসহাক জাহাঙ্গিরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীগুলোর মোকাবেলায় বন্ধুপ্রতীম সিরিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিরোধকাম সংগঠনরগুলোর জন্য তেহরান সমর্থন অব্যাহত রাখবে। সিরিয়ার নতুন প্রধানমন্ত্রী হুসেইন আরনুসের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপে ইরানের পক্ষ থেকে সমর্থন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।
জাহাঙ্গিরি সিরিয়াকে তার দেশের কৌশলগতগত মিত্র বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরান কোনো পরিবর্তন ছাড়াই সিরিয়ার সরকার ও দেশটির জনগণের পাশে দাঁড়াবে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় সিরিয়া ও মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর প্রতি তেহরানের সমর্থন দেয়ার ওপর কোনো প্রভাব ফেলবে না।

তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার জনগণ যে সমস্যা মোকাবেলা করছে তা দূর করার ক্ষেত্রে ইরান সব রকমের চেষ্টা চালাবে এবং সর্বশক্তিমান আল্লাহর রহমতে সিরিয়া একসময় তার শক্তি, শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে সক্ষম হবে।#
পার্সটুডে/এসআইবি/১৯