জুন ২০, ২০২০ ০৬:১৯ Asia/Dhaka
  • গোলামরেজা মানসুরি (ফাইল ছবি)
    গোলামরেজা মানসুরি (ফাইল ছবি)

রুমানিয়ার পুলিশ সেদেশের একটি হোটেল থেকে ইরানের একজন সাবেক বিচারকের লাশ উদ্ধার করেছে। দুর্নীতির দায়ে গোলামরেজা মানসুরি নামের ওই বিচারকের বিরুদ্ধে ইরানের আদালতে মামলা চলছে।

গোলামরেজা মানসুরির মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট তথ্য সংগ্রহ করে তা তেহরানকে জানানোর জন্য বুখারেস্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

তিনি শুক্রবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমানিয়ায় বিচারক মানসুরির মৃত্যুর খবর নিশ্চিত করেন।তিনি বলেন, ইরান রুমানিয়ার পক্ষ থেকে মানসুরির মৃত্যুর কারণ সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

মুসাভি জানান, ইরানের আবেদনে সাড়া দিয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোল সম্প্রতি গোলামরেজা মানসুরিকে আটক করেছিল। কিন্তু ইন্টারপোলের হেফাজতে থাকা অবস্থায় তিনি কীভাবে মারা গেলেন তা জানার জন্য তেহরান অপেক্ষা করছে বলে তিনি জানান।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ