ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: আমেরিকা
(last modified Fri, 26 Jun 2020 02:11:14 GMT )
জুন ২৬, ২০২০ ০৮:১১ Asia/Dhaka
  • মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন
    মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেছেন, ওয়াশিংটন ইরানের ওপর চাপ প্রয়োগ করে দেশটির অর্থনীতিকে কোণঠাসা করে ফেলার চেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ইরানের স্টিল ও ধাতব সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে একথা বলেন।

মানুচিন এক হাস্যকর বক্তব্য তুলে ধরে দাবি করেন, ইরান বিভিন্ন ধরনের ধাতব সামগ্রী রপ্তানি করে বিশ্বব্যাপী ‘অস্থিতিশীলতা’ ছড়িয়ে দিচ্ছে।

এছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি সমর্থন করে আবারো বলেন, ওয়াশিংটন পশ্চিম এশিয়ায় ইরানবিরোধী বৃহৎ জোট গঠন করেছে।

ইরানে উৎপাদিত স্টিল

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল তার ইরান বিদ্বেষী নীতির অংশ হিসেবে ইরানের সঙ্গে বাণিজ্য পরিচালনাকারী আটটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই মন্ত্রণালয় বলেছে, এসব কোম্পানি ইরানের স্টিল ও ধাতব সামগ্রী রপ্তানির কাজে জড়িত রয়েছে। এসব কোম্পানির তিনটি ইরানি, তিনটি সংযুক্ত আরব আমিরাতের, একটি হংকংয়ের এবং অপরটি জার্মানির।

মার্কিন সরকার ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে আমেরিকাকে বের করে নেন। একই বছরের নভেম্বরে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠলেও এ কাজ থেকে বিরত থাকেনি ওয়াশিংটন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ