অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের পরিণতি ইউরোপ-আমেরিকাকে ভোগ করতে হবে: ইরান
-
মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ২০২৩ সাল পর্যন্ত ইরানের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইউরোপীয় তিন দেশের প্রস্তাব অর্থহীন এবং এসব দেশ ভুল পথে এগোচ্ছে।
তিনি আজ (সোমবার) সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে ছাড় দেয় না বা নম্রতা দেখায় না।
আব্বাস মুসাভি আরও বলেছেন, ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার অর্থ হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন করা এবং ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে।
তিনি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা তাদের নিজস্ব বিষয়। ইরান কখনোই তার নিজের অধিকারের বিষয়ে ছাড় দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বর্তমান সম্পর্ককে তিনি প্রভু ও ভৃত্যের মধ্যে সম্পর্কের সঙ্গে তুলনা করেন।
অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ইরানি মুখপাত্র বলেন, ইরান এ বিষয়ে চিন্তা-ভাবনা করে রেখেছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে তেহরান মনে করে, ইউরোপীয়দের পক্ষ থেকে পরিস্থিতি সে পর্যায়ে নিয়ে যাওয়া উচিত হবে না। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।