‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান
(last modified Tue, 30 Jun 2020 23:54:53 GMT )
জুলাই ০১, ২০২০ ০৫:৫৪ Asia/Dhaka

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো ‘বিতাড়িত গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না।মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার ‘জঙ্গলের আইন’ চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার অনলাইনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে যোগ দিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে কিনা তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে জারিফ বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্মুখীন।আমরা কি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাব নাকি একটি বিতাড়িত গুণ্ডার খামখেয়ালির কাছে আত্মসমর্পণ করে জঙ্গলের আইনে ফিরে যাব?”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনলাইন বৈঠক

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা এবং তার ভিত্তিতে অনুমোদিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে।কিন্তু মার্কিন সরকার ওই নিষেধাজ্ঞা নবায়নের জন্য উঠেপড়ে লেগেছে। ওয়াশিংটন সম্প্রতি ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে একটি প্রস্তাবের খসড়া বিলি করেছে।ওই খসড়া নিয়ে মূলত মঙ্গলবারের বৈঠক অনুষ্ঠিত হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বছরের পর বছর আলোচনা ও দর কষাকষি করে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল এবং সেখানে পারস্পরিক লেনদেনের একটি প্যাকেজ তৈরি হয়েছিল। তিনি বলেন, সেই প্যাকেজ অনুযায়ী ইরান অনেক কিছু দিয়েছে এবং তার বিনিময়ে এখন অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়া ইরানের অকাট্য অধিকারে পরিণত হয়েছে। জারিফ বলেন, ‘মার্কিন গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করলে এর প্রতিক্রিয়ায় ইরানের জবাব হবে অত্যন্ত কঠোর।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।