ইরানের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র সফল হবে না: প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শত্রুরা তার দেশের অর্থনীতিকে ধ্বংস করার যে ষড়যন্ত্র করছে তা কখনও সফল হবে না।তিনি রোববার তেহরানে সরকারের অর্থনীতি বিষয়ক টাস্কফোর্সের বৈঠকে এ প্রত্যয় জানান।
রুহানি বলেন, ইরানের জনগণ ও নেতৃবৃন্দ বহুকাল ধরে তেলের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার যে আকাঙ্ক্ষা পোষণ করতেন তার বাস্তবায়ন শুরু হয়েছে।
তেলের ওপর নির্ভরতাবিহীন অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টাকে নস্যাত করার লক্ষ্যে ইরানের শত্রুরা অর্থনৈতিক চাপ তীব্রতর করার মাধ্যমে জটিল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে বলে রুহানি উল্লেখ করেন।
তিনি বলেন, শত্রুরা বিদেশ থেকে ইরানের পাওনা টাকা দেশে আনতে বাধা দেয়ার কাজে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে; একই সময়ে তারা এ প্রচারণা চালাচ্ছে যে, তেলের ওপর নির্ভরতাবিহীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে ইরান সফল হতে পারছে না। রুহানি বলেন, ইরানকে ব্যর্থ প্রমাণ করার জন্য তারা অর্থনীতির মূল সূচকগুলো তুলে না ধরে বিশেষ কিছু পণ্য ও বৈদেশিক মুদ্রার দাম বেড়ে যাওয়ার বিষয়টি বড় করে তুলে ধরছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা ও করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশের অর্থনীতি বড় রকমের ধাক্কা খেলেও উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে অর্থনীতির মৌলিক সূচকগুলো ইতিবাচক গতিতে অগ্রসর হচ্ছে।#
পার্সটুডে/এমএমআই/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।