জার্মানিতে ইরানি কিশোর ক্বারির মনোমুগ্ধকর তেলাওয়াত
https://parstoday.ir/bn/news/iran-i82167-জার্মানিতে_ইরানি_কিশোর_ক্বারির_মনোমুগ্ধকর_তেলাওয়াত
জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের কারাজ শহরের কিশোর ক্বারি আমির হোসাইন বাকেরি অংশ নেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১০, ২০২০ ২১:৫৩ Asia/Dhaka

জার্মানির হামবুর্গ শহরে দারুল কুরআন সেন্টার আয়োজিত কেরাত প্রতিযোগিতায় ইরানের কারাজ শহরের কিশোর ক্বারি আমির হোসাইন বাকেরি অংশ নেন।

কুরআন টিভি চ্যানেল আয়োজিত ওই প্রতিযোগিতায় আমির হোসাইন বাকেরি সুরা বালাদ থেকে তেলাওয়াত করেন মিশরের বিখ্যাত ক্বারি আবদুল বাসিত আবদুস সামাদের অনুকরণে। ইসরা নামের ওই প্রতিযোগিতার বিচারকরা আমির হোসাইন বাকেরির তেলাওয়াত শুনে মুগ্ধ হন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।