দু’দিনের সফরে তেহরানে পৌঁছেছেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি
(last modified Tue, 25 Aug 2020 00:11:32 GMT )
আগস্ট ২৫, ২০২০ ০৬:১১ Asia/Dhaka
  • আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি
    আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি তার সংস্থার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছেছেন।

সোমবার স্থানীয় সময় রাত ১০ টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি তেহরানে পৌঁছান।আর্জেন্টিনার এই কূটনীতিক এই প্রথম আইএইএ’র মহাপরিচালক হিসেবে ইরান সফরে এলেন।

আইএইএ’র সঙ্গে ইরানের সেফগার্ডস সংক্রান্ত চুক্তির বিষয়ে কিছু প্রশ্নের উত্তর পেতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।এমন সময় এ ঘোষণা দেয়া হয়েছে যখন ইরান সব সময় এই আন্তর্জাতিক সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি

আজ (মঙ্গলবার) রাফায়েল গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।  

এর আগে আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি রোববার জানিয়েছিলেন, বিগত মাসগুলোতে আইএইএ’র প্রতি ইরানের আস্থায় ফাটল ধরেছে এবং সংস্থাটির মহাপরিচালক তার এ সফরে সে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ইরানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে গরিবাবাদি বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান তৃতীয় কোনো পক্ষকে আইএইএ’র সঙ্গে নিজের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে দেবে না।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ