আইএইএ-কে নিরপেক্ষ থাকতে বলল ইরান, বাড়তি কোনো দাবি মানা হবে না
(last modified Tue, 25 Aug 2020 10:41:12 GMT )
আগস্ট ২৫, ২০২০ ১৬:৪১ Asia/Dhaka
  • সালেহি (বামে) ও গ্রোসি (ডানে)
    সালেহি (বামে) ও গ্রোসি (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-কে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, আর বাড়তি কোনো দাবি তেহরান মানবে না।

তিনি আজ (মঙ্গলবার) তেহরানে আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরান এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো মেনে চলছে। নতুন কোনো দাবি মেনে নেওয়া হবে না।

আইএইএ’র মহাপরিচালকের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে জানিয়ে সালেহি বলেন, উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আইএইএ নিরপেক্ষ থাকবে ও পেশাদারিত্ব বজায় রাখবে, পাশাপাশি ইরান তার দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, রাফায়েল গ্রোসির তেহরান সফরের মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো। আশা করা যায় দুই পক্ষের সহযোগিতা আগের চেয়ে আরও বাড়বে।

এ সময় আইএইএ’র মহাপরিচালক বলেছেন, আইএইএ’র ওপর কারো প্রভাব নেই, তবে চাপ আছে। রাজনৈতিক চাপের কাছে তারা নতিস্বীকার করবে না বলেও জানান তিনি।

গ্রোসি বলেন, আইএইএ-কে অপব্যবহার করে কাউকে স্বার্থ হাসিলের অনুমতি দেওয়া হবে না। সৌদি আরবের পরমাণু কর্মসূচিকে আইএইএ’র পর্যবেক্ষণের আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ