৪ আরব দেশের ‘নির্লজ্জ’ অভিযোগের তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i82982-৪_আরব_দেশের_নির্লজ্জ’_অভিযোগের_তীব্র_নিন্দা_জানাল_ইরান
আরব লীগের স্বঘোষিত চতুর্পক্ষীয় কমিটি ইরান সম্পর্কে যে নির্লজ্জ অভিযোগের পুনরাবৃত্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান মধ্যপ্রাচ্যের এসব দেশকে অর্থহীন বিবৃতি প্রকাশ না করে এ অঞ্চলের প্রধান হুমকি ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০২০ ১৭:৫২ Asia/Dhaka
  • আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
    আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আরব লীগের স্বঘোষিত চতুর্পক্ষীয় কমিটি ইরান সম্পর্কে যে নির্লজ্জ অভিযোগের পুনরাবৃত্তি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান মধ্যপ্রাচ্যের এসব দেশকে অর্থহীন বিবৃতি প্রকাশ না করে এ অঞ্চলের প্রধান হুমকি ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরকে নিয়ে গঠিত আরব লীগের কথিত চতুর্পক্ষীয় কমিটি গত বুধবার কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে ইরানবিরোধী একটি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে আরব দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে কথিত হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরব দেশগুলোর এ ধরনের অভিযোগকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরানভীতি ছড়িয়ে দেয়ার পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলকে বৈধতা দিতে চার আরব দেশ এ পদক্ষেপ নিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অভিযোগ সেইসব দেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যারা মসজিদুল আকসা দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কৌশলগত ভুল করেছে এবং সেই ভুলের মাশুল অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নিন্দা জানাতে আরব লীগের কায়রো বৈঠক অনুষ্ঠিত হলেও কিছু সদস্যদেশের কূটচালের কারণে কোনো নিন্দা জানানো ছাড়াই ওই বৈঠক শেষ হয়।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।