ইরানের পেট্রোকেমিক্যাল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i84258-ইরানের_পেট্রোকেমিক্যাল_খাতের_ওপর_নতুন_করে_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে আমেরিকা নতুন করে ইরানের পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় আসক্ত মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) ইরানের পেট্রোকেমিক্যাল খাতে কর্মরত পাঁচ ব্যক্তি ও আট প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩০, ২০২০ ১০:১৯ Asia/Dhaka
  • ২০১৮ সালে পেট্রোকেমিক্যাল খাত থেকে ১৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করে ইরান
    ২০১৮ সালে পেট্রোকেমিক্যাল খাত থেকে ১৪ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা আয় করে ইরান

ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদের অংশ হিসেবে আমেরিকা নতুন করে ইরানের পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞায় আসক্ত মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) ইরানের পেট্রোকেমিক্যাল খাতে কর্মরত পাঁচ ব্যক্তি ও আট প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করে, ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি-রপ্তানির কাজে জড়িত থাকার অভিযোগ ওই আট কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  

মার্কিন অর্থ মন্ত্রণালয়

মার্কিন মন্ত্রণালয় দাবি করেছে, এই আট কোম্পানি ইরান, চীন ও সিঙ্গাপুরে ইরানের একটি মাদার কোম্পানির পক্ষ থেকে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির অর্থ তেহরানে সরবরাহ করতে সহায়তা করে আসছিল।

মার্কিন ইহুদিবাদী অর্থমন্ত্রী স্টেফান মানুচিন তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যকে ইরানের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বর্ণনা করে বলেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের এই উৎস থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ বন্ধ করতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেবে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।