নৌ-বাহিনী দিবস: আন্তর্জাতিক জলসীমায় ইরানের শক্তিশালী কর্তৃত্ব
(last modified Fri, 27 Nov 2020 13:29:25 GMT )
নভেম্বর ২৭, ২০২০ ১৯:২৯ Asia/Dhaka

ফার্সি সাত অজার বা সাতাশ নভেম্বর ইরানের নৌবাহিনী দিবস। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রকৃত অর্থে নৌ সভ্যতার দেশ। তাই নৌবাহিনীকে কৌশলগত শক্তি হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

ইরানের উত্তর এবং দক্ষিণে বিশাল জলসীমা রয়েছে। ওই জলপথের সাহায্যে বহির্বিশ্বের সঙ্গে গড়ে উঠেছে ইরানের সমুদ্র যোগাযোগ। যখন মৌলিক পণ্য  রফতানি এবং আমদানির শতকরা প্রায় নব্বুই ভাগই সংঘটিত হতো সমুদ্র পথে, তখন উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত একটি শক্তিশালী নৌবাহিনী ছিল খুবই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য সামুদ্রিক অর্থনীতি কৌশলগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই সামুদ্রিক অর্থনীতির নিশ্চয়তা বিধান করার ক্ষেত্রে যে বিষয়টি সবার আগে বিবেচ্য তা হ'ল সামুদ্রিক নিরাপত্তা বিধান করা। এই নিরাপত্তার স্বার্থেই আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের নৌবাহিনীর অবিচ্ছিন্ন উপস্থিতি দ্বিগুণ গুরুত্বপূর্ণ।

উন্নত নৌ পরিকাঠামো এবং সামুদ্রিক অস্ত্রের সক্ষমতার কারণে বিভিন্ন সামুদ্রিক অঞ্চলে ইরানের নৌবাহিনীর উপস্থিতি সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। ইরানী নৌবাহিনী নিজস্ব সামর্থ্য, মেধা ও জ্ঞানের ওপর নির্ভর করে কোনোরকম বিদেশী সহযোগিতা ছাড়াই উন্নত জাহাজসহ প্রয়োজনীয় সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক মানের হালকা, মাঝারি এবং ভারী সাবমেরিন বানাচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র এবং সামুদ্রিক যুদ্ধ কৌশলগুলো নৌবাহিনীর অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয়করণ করা হয়েছে এবং সমুদ্রে ইরানী নৌবাহিনী এখন আস্থার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে। ইরানের জ্ঞান ভিত্তিক কোম্পানিগুলোর সহযোগিতায় নির্মিত দেনা ডেস্ট্রয়ার সমগ্র ইরানি জাতির গর্বের প্রতীক। ইরানি নৌবাহিনীর এইসব সক্ষমতা নিজস্ব সামুদ্রিক অর্থনীতির নিশ্চয়তা বিধান করার পাশাপাশি অপরাপর দেশের সমুদ্র নিরাপত্তাও নিশ্চিত করবে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খানজাদি নৌবাহিনী দিবস উপলক্ষ্যে বার্তা সংস্থা ইরান প্রেসের সঙ্গে এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে বলেন: নৌবাহিনী যখন মহাসাগরগুলোতে জলদস্যুতা মোকাবেলা করে তখন ইরানের শিপিং লাইনগুলোর পাশাপাশি আঞ্চলিক ও বিশ্বের বিভিন্ন দেশও তা থেকে উপকৃত হয়। এ থেকে প্রমাণিত হয় যে আঞ্ছলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ইরানের নৌবাহিনীর একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।#

পার্সটুডে/এনএম/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ট্যাগ