ইরানের এজেন্ডায় রাখা হয়েছে ভয়াবহ প্রতিশোধ: আইআরজিসি প্রধান
(last modified Sat, 28 Nov 2020 13:16:52 GMT )
নভেম্বর ২৮, ২০২০ ১৯:১৬ Asia/Dhaka
  • ইরানের শহীদ পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে (ফাইল ফটো)
    ইরানের শহীদ পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে (ফাইল ফটো)

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শীর্ষ পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের হত্যাকাণ্ডের প্রতিশোধ হবে ভয়াবহ এবং এটি এখন ইরানের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গতকাল (শুক্রবার) ইরানের রাজধানী তেহরানের কাছে মোহসেন ফাখরিজাদেকে গুপ্তঘাতকেরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে। এর পরপরই জেনারেল হোসেইন সালামি এক বিবৃতিতে এ কথা বলেন। এতে তিনি ইরানের প্রতিরক্ষা খাতে ও করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে বিজ্ঞানী ফাখরিজাদের  অবদানের প্রশংসা করেন।

জেনারেল হোসেইন সালামি

জেনারেল সালামি বলেন, ইরানের অন্ধ শত্রুদের বিশেষ করে যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে এবং তা বাস্তবায়িত করেছে তাদের জানা উচিত যে, এ ধরনের অপরাধজ্ঞ চালিয়ে ইরানের উন্নয়ন থামিয়ে দেয়া যাবে না। তিনি আবারো ইরানের এই মহান বিজ্ঞানীর হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল ইসমাইল কানি টুইটার পোস্টে বলেছেন, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সাহস শত্রুদের নেই। তিনি আরো বলেন, ইসরাইলের পতন নিকটবর্তী। বিশ্ব বলদর্পী শক্তি ও আন্তর্জাতিক লুটেরাদের শেষ মুহূর্তের প্রচেষ্টা চলছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

ট্যাগ