বিজ্ঞানী হত্যার অনেক ক্লু পাওয়া গেছে: গোয়েন্দা মন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i85013-বিজ্ঞানী_হত্যার_অনেক_ক্লু_পাওয়া_গেছে_গোয়েন্দা_মন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০১, ২০২০ ১১:০৩ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি
    ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে বহু রকমের ক্লু পাওয়া গেছে।

গত শুক্রবার রাজধানী তেহরানের কাছে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে শহীদ করে।

এরইমধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইল এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে। পাশাপাশি তারা হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইল জড়িত।

শহীদ বিজ্ঞানী ফাখরিজাদের কফিন বহন করা হচ্ছে

গতকাল রাজধানীতে শহীদ বিজ্ঞানী ফাখরিজাদের দাফন অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দা মন্ত্রী আলাভি বলেন, হত্যাকাণ্ডের পরই ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরইমধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে। এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

গোয়েন্দা মন্ত্রী বলেন, এখনই এ সমস্ত সম্পর্কে বিস্তারিত বলা যাবে না কারণ বিষয়গুলো তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ইরানের জনগণকে সময়মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে।#

পার্সটুডে/এসআইবি/১