ইরানে করোনার পরীক্ষামূলক টিকা দ্বিতীয় ধাপে প্রয়োগ শুরু
পরীক্ষামূলকভাবে করোনার টিকা দ্বিতীয় ধাপে প্রয়োগ আজ (সোমবার) থেকে শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তেহরান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হামেদ হোসাইনি বলেছেন, দ্বিতীয় ধাপে টিকা প্রয়োগের অনুমোদন গতরাতে পাওয়া গেছে। এরপর আজ থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে।
চলতি সপ্তাহে চার জন স্বেচ্ছাসেবীর দেহে এই টিকা প্রয়োগ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেছেন, আগামী সপ্তাহে এই পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হবে।
হামেদ হোসেইনি আরও বলেন, প্রথম ধাপে যাদের শরীরে এই টিকা প্রয়োগ করা হয়েছে তারা সবাই ভালো আছেন। সব কিছুই প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে।
মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগের প্রথম পর্বটি দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানান। প্রত্যেক স্বেচ্ছাসেবীকে দুই বার টিকা দেওয়া হচ্ছে। প্রথমবার টিকা দেওয়ার ১৪তম দিনে দ্বিতীয়বার তা প্রয়োগ করা হবে।
গত মঙ্গলবার সকালে ইরানের একজন নারী স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগের মাধ্যমে ইরানের তৈরি টিকার মানব ট্রায়াল শুরু করা হয়।
ইমাম খোমেনি (রহ.)’র নির্দেশ বাস্তবায়নকারী সংস্থার গবেষক দল এই টিকা তৈরি করেছে। এই সংস্থার মুখপাত্র হুজ্জাত নিক মালাকি বলেছেন, আশা করা হচ্ছে এই টিকার কার্যকারিতা ৯০ শতাংশের উপরে বলে প্রমাণিত হবে। তবে টিকার হিউম্যান ট্রায়াল শেষ হওয়ার পরই কেবল চূড়ান্ত কথা বলা যাবে।
তিনি বলেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন শ্রেণী-পেশার ৬৫ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে করোনার টিকার মানব ট্রায়ালে অংশ নেয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ৫৬ জনকে নির্বাচিত করা হয়েছে।
ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই টিকা তৈরির জন্য গবেষণা শুরু করে দেশটির গবেষক ও বিজ্ঞানীরা। ইরানে তিনটি টিকা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।