সিরিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী: বেলায়েতি
(last modified Sat, 07 May 2016 02:59:06 GMT )
মে ০৭, ২০১৬ ০৮:৫৯ Asia/Dhaka
  • সিরিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী: বেলায়েতি

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক প্রবীণ উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। দেশটি গত পাঁচ বছর ধরে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছে।

শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে সাংবাদিকদের এ কথা বলেন ডা. বেলায়েতি। প্রেসিডেন্ট আসাদসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সিরিয়া সফর করছেন তিনি। তিনি বলেন, ইরান মূল্যায়ন করে দেখেছে যে সিরিয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। পাশাপাশি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ত্রাসের বিরোধী লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। তিনি বলেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী লড়াইয়ের সময়েও সুবিবেচনা এবং সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করতে পারেন তাই দেখিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ।

দামেস্কে বেলায়েতিকে স্বাগত জানান সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে ডা. বেলায়েতিকে অবহিত করেন তিনি। এ ছাড়া, সিরিয় সরকার এবং জনগণের প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের সর্বোচ্চ নেতা এবং তেহরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।#

মূসা রেজা/৭

ট্যাগ