অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে ইরান: ড. সালেহি
(last modified Tue, 26 Jan 2021 13:13:25 GMT )
জানুয়ারি ২৬, ২০২১ ১৯:১৩ Asia/Dhaka
  • অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে ইরান: ড. সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তারা অত্যাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

একবিংশ শতাব্দীতে এই প্রযুক্তি বিজ্ঞান, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের চালিকা শক্তিতে পরিণত হচ্ছে বলে তিনি জানান। 

আজ (মঙ্গলবার) কোয়ান্টাম ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সালেহি বলেন, ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা ২০১৬ সাল থেকে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করছে। তারা গোটা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি তা নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি আরও বলেন, ইরান কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিয়ে কাজ এগিয়ে চলেছে । এরইমধ্যে এ বিষয়ে সাফল্য এসেছে।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ