‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান থেকে শেখার আছে অনেক কিছু
(last modified Thu, 28 Jan 2021 06:56:27 GMT )
জানুয়ারি ২৮, ২০২১ ১২:৫৬ Asia/Dhaka
  • ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠান থেকে শেখার আছে অনেক কিছু

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২৪ জানুয়ারি (রোববার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, আসমাউল হোসনা, কথাবার্তা ও আদর্শ মানুষ গড়ার কৌশল। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ উপভোগ্য ও শিক্ষণীয়।

সবচেয়ে বড় কথা, রেডিও তেহরান শুধু ইরান ও ইসলামের প্রচার ও প্রসারেই নিয়োজিত নয় এটি মানব জীবনকে সুন্দর ও সফল করার কাজেও নিয়োজিত। তারই উদাহরণ নতুন ধারাবাহিক ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি।

২৪ জানুয়ারি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের শেষ প্রান্তিকে প্রচারিত হয় ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বও আমাদের খুব ভালো লেগেছে। উল্লেখ্য যে, গত পর্বে উপযুক্ত ও ধার্মিক বর বা কনে নির্বাচন করার বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে এ বিষয়ে আরো কিছু আলোচনা করা হয়।

‘আদর্শ মানুষ গড়ার কৌশল’-এর দ্বিতীয় পর্ব থেকে আমরা জানতে পারি যে, ভালো বীজ থেকে যেমন ভালো চারা হয়, তেমনি ভালো স্বামী-স্ত্রী থেকে ভালো সন্তান জন্ম নেয়। বিয়ের পরে সৎ ও সুস্থ্য সন্তান পাওয়ার জন্য উপযুক্ত স্বামী বা স্ত্রী বেছে নেয়ার অধিকার প্রত্যেকের আছে।

চমৎকার এ অনুষ্ঠান থেকে আরো জানতে পারি যে, সন্তান গ্রহণের প্রাথমিক পর্যায় থেকেই বাবা-মাকে সতর্ক হতে হবে। ইসলামে এ বিষয়ে যত্নশীল হতে তাগিদ দেয়া হয়েছে। ইসলামী নির্দেশনা অনুসারে সন্তান গ্রহণের উদ্দেশ্যে স্বামী-স্ত্রীকে নিজেদের মিলনের আগে দু’রাকাত নামাজ পড়তে হয়। আর উত্তম সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। শুধু তাই নয়, সুস্থ্য সন্তান লাভের জন্য মদ্যপানসহ সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে হবে।  

আমি মনে করি, এ অনুষ্ঠানটি থেকে অনেকেরই অনেক কিছু শেখার আছে। অনুষ্ঠানের পরামর্শগুলো মেনে চললে সমাজ ও দেশে সৎ, ইসলামী ও আদর্শবান সন্তাদের সংখ্যা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে যোগ্য, বিবেকবান, দয়ালু ও ধার্মিক মানুষের সংখ্যা। ফলে দেশ ও সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা পাবে।

এমন চমৎকার একটি অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই।  

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ- ২৩০০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ