আইএইএকে ইরানের আনুষ্ঠানিক চিঠি: ২৩ ফেব্রুয়ারি থেকে প্রটোকল বন্ধ
(last modified Tue, 16 Feb 2021 00:33:48 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২১ ০৬:৩৩ Asia/Dhaka
  • আইএইএ\\\\\\\\\\\\\\\'তে নিযুক্ত  ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি
    আইএইএ\\\\\\\\\\\\\\\'তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি

ইরান আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে বলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে জানিয়ে দিয়েছে। ওই সংস্থায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি গতকাল (সোমবার) আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে একথা জানিয়েছেন।

ওই চিঠিতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য গ্রোসির প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পূরক প্রটোকলের কারণে আইএইএ’র পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নিখুঁত পর্যবেক্ষণের সুযোগ পেতেন। ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হওয়ার আগেও ইরান একবার এই প্রটোকল বাস্তবায়নের কাজ বন্ধ করে দিয়েছিল। কিন্তু ওই সমঝোতার ভিত্তিতে তা আবার চালু করে তেহরান যা পশ্চিমাদের চুক্তি ভঙ্গ সত্ত্বেও এখন পর্যন্ত চলছে।

আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি

এর আগে সোমবার দিনের শুরুতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে তেহরানে বলেছিলেন, আগামী ২১ ফেব্রয়ারির মধ্যে পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো যদি এটি বাস্তবায়নে ব্যর্থ হয় তাহলে আইএইএ'র সম্পূরক প্রটোকল বাস্তবায়ন করা বন্ধ করে দেবে তেহরান।

ইরান বলছে, সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখার বিষয়টি সাময়িক। অন্য পক্ষগুলো পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করলে তেহরানও ওই প্রটোকলে ফিরে যাবে।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।