‘বাশার আসাদ ইরানের জন্য রেডলাইন’
(last modified Sun, 08 May 2016 07:43:57 GMT )
মে ০৮, ২০১৬ ১৩:৪৩ Asia/Dhaka
  • ‘বাশার আসাদ ইরানের জন্য রেডলাইন’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হচ্ছেন তেহরানের জন্য রেডলাইন। তার ক্ষমতার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন।

ড. বেলায়েতি বলেছেন, “যেহেতু সিরিয়ার জনগণ দুই বছর আগে বাশার আল-আসাদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন সে কারণে জনগণ তাকে পরিবর্তন না করা পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন।” লেবাননের আল-মায়েদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ড. আলী আকবর বেলায়েতি এসব কথা বলেছেন।

ড. বেলায়েতি বলেন, সিরিয়ার জনগণ ও সরকার কঠিন অবস্থার মধ্যদিয়ে তাদের দেশকে রক্ষা করছে। সৌদি আরব কিংবা অন্য কোনো দেশের স্বার্থ দেখাশুনা করার জন্য সিরিয়ায় নতুন কোনো প্রেসিডেন্ট চাপিয়ে দেয়ার ধারণার বিরোধিতা করেন বেলায়েতি।

সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার বৈধ সরকারেরই উচিত রাজনৈতিক উপায়ে দেশের সমস্যা সমাধানের পথ খোঁজা। এ ক্ষেত্রে শত্রু-মিত্র সবার জানা উচিত যে, বিদেশি কোনো পরিকল্পনা সিরিয়ার জনগণের ওপর চাপিয়ে দেয়া যাবে না। এসময় তিনি আবারো বলেন, ইরাক ও সিরিয়ার জনগণের অধিকার রক্ষার লড়াইকে ইরান সর্বাত্মকভাবে সমর্থন দেবে।#

সিরাজুল ইসলাম/৮

ট্যাগ