ইরান-রাশিয়া মহড়ার ২য় দিনে চললো জলদস্যু-বিরোধী অভিযান
-
ইরান ও রাশিয়ার সেনাদের মহড়া
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত মহড়ার দ্বিতীয় দিনে দুই দেশের নৌ সেনারা জলদস্যু-বিরোধী অভিযান চালিয়েছে। এতে তারা জলদস্যুদের কবল থেকে দুটি বাণিজ্যক জাহাজ উদ্ধার করে। ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া চলছে।
মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি জানান, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দুটি চবাহার বন্দরের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়। এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি এসডি-৩ডি সী কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে। এরপর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জামারান ডেস্ট্রয়ারকে ওই এলাকায় মোতায়েন করা হয় এবং মহড়ায় অংশ নেয়া যুদ্ধজাহাজকে ইরানি ও রুশ ইউনিট- দুই ভাগে বিভক্ত করে অভিযান শুরু হয়।

অ্যাডমিরাল তাহানি জানান, এ অভিযানে ইরানের নৌবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ সেনারা অংশ নেয় এবং পরিকল্পনামতো জলদস্যুদের আটক ও বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে।
গতকাল থেকে ইরান ও রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌ মহড়া শুরু হয়েছে। শান্তি ও বন্ধুত্বের বার্তা দিয়ে দেশ দুটি এ মহড়া পরিচালনা করছে।#
পার্সটুডে/এসআইবি/১৭