তেহরানে রাফায়েল গ্রোসি; সফর ফলপ্রসূ হবে বলে রাশিয়ার আশাবাদ
https://parstoday.ir/bn/news/iran-i87684
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার রাতে তেহরান পৌঁছেছেন।ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি ও আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০২১ ০৬:৪২ Asia/Dhaka
  • বিমানবন্দর থেকে গ্রোসিকে (সামনে ডানে) নিয়ে বেরিয়ে আসছেন বেহরুজ কামালবান্দি (বামে)
    বিমানবন্দর থেকে গ্রোসিকে (সামনে ডানে) নিয়ে বেরিয়ে আসছেন বেহরুজ কামালবান্দি (বামে)

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার রাতে তেহরান পৌঁছেছেন।ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি ও আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

ইরানের পার্লামেন্টে প্রায় দুই মাস আগে পাস হওয়া এক আইনের ভিত্তিতে সম্প্রতি তেহরান আইএইএ’কে যে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে মূলত সে বিষয়ে আলোচনা করতে গ্রোসি জরুরি ভিত্তিতে তেহরান সফরে এসেছেন।

ইরান ও চিঠিতে গ্রোসিকে জানিয়েছে, দেশটির ওপর থেকে ২১ ফেব্রুয়ারির (আজকের) মধ্যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ইরান ২৩ ফেব্রুয়ারি থেকে এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেবে। ওই প্রটোকল অনুযায়ী আইএইএ’র পর্যবেক্ষকরা বিনা নোটিসে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারতেন।

আইএইএ’তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ

রাফায়েল গ্রোসি মূলত বিনা ঘোষণায় ওই পরিদর্শন অব্যাহত রাখা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে তেহরান সফরে এসেছেন। কিন্তু ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান সালেহি আগেভাগেই জানিয়ে দিয়েছেন, পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করতে তার সংস্থা বাধ্য।

এদিকে আইএইএ’তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এই সংস্থার মহাপরিচালকের তেহরান সফর ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, এনপিটির সম্পূরক প্রটোকল বাস্তবায়ন নিয়ে যে অচলাবস্থা দেখা দিয়েছে এই সফরের মাধ্যমে তার অবসান হবে বলে রাশিয়া আশা করছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।