করোনাভাইরাসের ইরানি টিকার মোড়ক উন্মোচন ও পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন
(last modified Tue, 16 Mar 2021 23:41:03 GMT )
মার্চ ১৭, ২০২১ ০৫:৪১ Asia/Dhaka

ইরানের নিজস্ব গবেষণায় উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার মোড়ক উন্মোচন ও প্রথম ধাপের পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ইরানপ্রেস জানিয়েছে, এই টিকার নাম দেয়া হয়েছে ফাখরা (সম্মান)। এই টিকার প্রকল্প পরিচালক আহমাদ কারিমি মঙ্গলবার ‘ফাখরা’র মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে বলেছেন, কোভিড-১৯-এর টিকা আবিষ্কারের গবেষণা গত বছরই শুরু করা হয়। ইরানের ৩৫ হাজার রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসকে আলাদা করা হয়। এরপর ৩০টি উপযুক্ত আইসোলেট উদ্ভাবন করে সেগুলোর মধ্য থেকে প্রথম টিকার বীজ বাছাই করে এই টিকাটি উৎপাদন করা হয়।

কারিমি আরো বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং এরপর পশুর শরীরে এটি প্রয়োগ করা হয়। সেইসঙ্গে এই টিকার মান নিয়ন্ত্রণ করার জন্যও নানারকম পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।

ইরানি করোনাভাইরাসের টিকা প্রকল্পের পরিচালক আহমাদ কারিমি আরো জানান, বিভিন্ন প্রজাতির ৬৫০টি পশু ও প্রাণীর দেহে এই টিকা প্রয়োগ করে এটির কার্যকারিতা এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীনতার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, এরইমধ্যে এই টিকার ব্যাপকভিত্তিক উৎপাদনের জন্য কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে এবং আগামী জুন মাস নাগাদ এটির গণ উৎপাদন শুরু হবে বলে আশা করা যায়।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবন ও গবেষণা সংস্থা এই টিকা তৈরি করেছে। কিছুদিন আগে শত্রুর হামলায় নিহত ইরানি বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে এই সংস্থার প্রধান ছিলেন। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ