'পরমাণু সমঝোতায় আমেরিকার পর্যায়ক্রমিক প্রত্যাবর্তন ইরান মেনে নেবে না’
https://parstoday.ir/bn/news/iran-i89574-'পরমাণু_সমঝোতায়_আমেরিকার_পর্যায়ক্রমিক_প্রত্যাবর্তন_ইরান_মেনে_নেবে_না’
ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে অথাৎ ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে তা তেহরান মেনে নেবে না। ইরান আরো বলেছে, আমেরিকাকে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না বরং বিগত তিন বছরে অন্যায় নিষেধাজ্ঞার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপুরণও দিতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৪, ২০২১ ০৯:৩৫ Asia/Dhaka
  • ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল-ফজল আমুয়ি
    ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল-ফজল আমুয়ি

ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা পর্যায়ক্রমে পরমাণু সমঝোতায় ফিরতে চাইলে অথাৎ ধীরে ধীরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাইলে তা তেহরান মেনে নেবে না। ইরান আরো বলেছে, আমেরিকাকে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই হবে না বরং বিগত তিন বছরে অন্যায় নিষেধাজ্ঞার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপুরণও দিতে হবে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল-ফজল আমুয়ি গতকাল (শনিবার) তেহরানে এক বক্তব্যে তার দেশের এ নীতি অবস্থানের কথা তুলে ধরেন।

২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার সম্ভাব্য ফিরে আসার ব্যাপারে আমুয়ি বলেন, ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। কাজেই এর ফলে ইরানের যত ক্ষতি হয়েছে তার সব দায় ওয়াশিংটনের ওপর বর্তায়।

তিনি বলেন, আমেরিকার ওই অন্যায়ের প্রতিবাদে ইরান পরমাণু সমঝোতারই ২৬ ও ৩৬ নম্বর ধারা মেনে এতে নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দিয়েছে। আমুয়ি বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে চলমান সংকট সৃষ্টি হয়েছে বলে তাকেই একসঙ্গে পরিপূর্ণভাবে এতে ফিরে আসতে হবে। পর্যায়ক্রমিক কোনো কিছু ইরান মেনে নেবে না। #

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।