৭৫ শতাংশ ইরানি দেশে তৈরি করোনার টিকা নিতে আগ্রহী: ওষুধ প্রশাসন
(last modified Sat, 01 May 2021 09:57:51 GMT )
মে ০১, ২০২১ ১৫:৫৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ রেজা শানেসায
    মোহাম্মাদ রেজা শানেসায

ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মোহাম্মাদ রেজা শানেসায বলেছেন, ৭৫ শতাংশ ইরানি দেশে তৈরি করোনার টিকা নিতে আগ্রহী। তিনি আজ (শনিবার) বার্তাসংস্থা ইরানপ্রেসক-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, এ বিষেয় জরিপ চালানো হয়েছে এবং ৭৫ শতাংশ মানুষ ইরানি টিকার প্রতি আগ্রহী। এটা একটা ভালো দিক।

শানেসায আরও বলেন, জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে দেশের বেশিরভাগ মানুষকে ইরানি টিকা দেওয়া হবে। এ পর্যন্ত ইরানে ২২ লাখ বিদেশি টিকা এসেছে বলে তিনি জানান।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান ও উপ-মন্ত্রী বলেন, ইরানে এ পর্যন্ত ৭৫ লাখ থেকে ৮০ লাখ টিকা আসার কথা ছিল, কিন্তু উৎপাদনকারী দেশগুলোর পক্ষ থেকে সীমাবদ্ধতা আরোপ করার কারণে এটা সম্ভব হয়নি।

তবে ইরান এরইমধ্যে টিকা আমদানির বিষয়ে আলাদা দু'টি চুক্তি করেছে বলে তিনি জানান। এই দুই চুক্তি বাস্তবায়িত হলে ইরান আট কোটি টিকা পাবে বলে মোহাম্মদ রেজা শানেসায জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ