আমেরিকাকে বুঝতে হবে দর কষাকষি পর্বের ইতি ঘটেছে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i91326-আমেরিকাকে_বুঝতে_হবে_দর_কষাকষি_পর্বের_ইতি_ঘটেছে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন,পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরবে কিনা সেটা তাদের বিষয়। পরমাণু সমঝোতা কেবল তখনি পুনরুজ্জীবিত হবে যখন আমেরিকা প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ০৮, ২০২১ ১৬:১৮ Asia/Dhaka
  • খাতিবজাদে
    খাতিবজাদে

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন,পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরবে কিনা সেটা তাদের বিষয়। পরমাণু সমঝোতা কেবল তখনি পুনরুজ্জীবিত হবে যখন আমেরিকা প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে।

তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

খাতিবজাদে লিখেছেন,এনবিসি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছি পরমাণু সমঝোতায় ফেরা বা না ফেরার বিষয়টি শতভাগ নির্ভর করছে আমেরিকার ওপর। তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন- আমেরিকাকে এই বাস্তবতা উপলব্ধি করতে হবে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সইয়ের সময় যে দর কষাকষি হয়েছিল সে রকম সুযোগ আর নেই। তখনি ঐ পর্বের ইতি ঘটেছে।

২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হলেও পরবর্তীতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় আমেরিকা এবং ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করে। তবে তাদের ঐ নীতি ব্যর্থ হয়েছে বলে মার্কিন কর্মকর্তারাই স্বীকার করছেন।#  

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।