ভিয়েনা চুক্তি নাগালের মধ্যে, এখন আমেরিকাকে সিদ্ধান্ত নিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i92134-ভিয়েনা_চুক্তি_নাগালের_মধ্যে_এখন_আমেরিকাকে_সিদ্ধান্ত_নিতে_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তির নাগালের মধ্যে পৌঁছ গেছে এখন বাকি যা আছে তাহলো আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে। 
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ২৫, ২০২১ ০৭:০৭ Asia/Dhaka
  • সাঈদ খাতিবজাদেহ
    সাঈদ খাতিবজাদেহ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, ভিয়েনায় এ পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে সব পক্ষ একেবারে চুক্তির নাগালের মধ্যে পৌঁছ গেছে এখন বাকি যা আছে তাহলো আমেরিকার রাজনৈতিক সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত নিতে হলে ওয়াশিংটনকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি থেকে সরে আসতে হবে। 

আগামী কয়েকদিনের মধ্যেই ভিয়েনা সম্মেলনের পঞ্চম দফা অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকা কিভাবে ফিরে আসবে সে বিষয়  নিয়ে মূলত এবার আলোচনা হবে। তবে এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এই ধরনের চুক্তি হলে ইরানকে পরমাণু ইস্যুতে সহযোগিতার ধারায়  ফিরতে হবে। এ বক্তব্যকে চলমান আলোচনার ক্ষেত্রে অনেকটা নেতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ গতকাল সোমবার বেশ জোরালোভাবে বলেছেন, সামান্য কয়েকটি ইস্যুর মীমাংসা হলেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব এবং এ বিষয়ে কাজ চলছে। তিনি বলেন, এটি খুব পরিষ্কার যে, ভিয়েনা আলোচনায় আমরা গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছি এবং আমরা মনে করি একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের ব্যাপার। গতকাল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/২৫