জুন ২০, ২০২১ ১২:৫২ Asia/Dhaka
  • ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রেডিও তেহরানের শ্রোতা ও পার্সটুডে ডটকমের পাঠকদের কৌতুহলের শেষ ছিল না। নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে ফল প্রকাশ পর্যন্ত তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন, মতামত দিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে ড. সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বিজয়ী হওয়ায় অনেকেই অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন। এখানে দুটি চিঠি উপস্থাপন করা হলো।

‘বিশ্বে সুষ্ঠু নির্বাচনের রোল মডেল ইরান’

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। চিঠির শুরুতেই রেডিও তেহরান বাংলা বিভাগের সকল শ্রোতাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের নববনির্বাচিত প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে। সেই সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

গত কয়েকটা দিন ধরেই ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উৎসুক ছিলাম। গতকাল (১৮/০৬/২০২১, শুক্রবার) ভোটগ্রহণের মধ্য দিয়ে এবং অবশেষে আজ (শনিবার) ফল প্রকাশের মধ্য দিয়ে সে উৎসুক্যের ইতি ঘটেছে এবং স্বস্তি মিলেছে। ইউরোপ-আমেরিকার নানা অপপ্রচারের জবাব দিয়ে ইরান চমৎকার একটি নির্বাচন সম্পন্ন করেছে এবং এতে ৪৮.৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর প্রদত্ত ভোটের ৬১.৯% ভোট পেয়ে ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসি ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট হিসেবে ভূমিধস বিজয় পেয়েছেন।

জুন মাসের শুরু থেকেই রেডিও তেহরান কর্তৃক ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত খবরগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, পড়ছিলাম ওয়েবসাইট থেকে। প্রতিটি খবর, প্রতিবেদন ও নিবন্ধ থেকে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, এর গুরুত্ব, নির্বাচনের ধরণ, প্রার্থী হওয়ার যোগ্যতা, প্রেসিডেন্টের দায়িত্ব ও কর্তব্য প্রভৃতি সম্পর্কে জানতে পেরেছি। ফলে ইরানের প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে আমাদের একটি সম্যক ধারণা হল।

২০২১ সালের ১৮ জুন শুক্রবারে অনুষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার ছিল ৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৩০৭ জন। তন্মধ্যে শুক্রবারের নির্বাচনে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩০৪ জন ভোট দিয়েছেন। এর মধ্যে ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসি  পেয়েছেন ১ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসেন রেজায়ী পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট। ইরানের নির্বাচনে অনিয়ম ও কারচুপির কথা স্বপ্নেও ভাবা যায় না। বিশ্বে সুষ্ঠু নির্বাচনের রোল মডেল ইরান।

এবারের পেসিডেন্ট নির্বাচনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছিলেন। তবে শেষ মুহূর্তে তিনজন প্রার্থী তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে মোট চারজনের মধ্যে প্রতিদ্বন্ধিতা হয়। উল্লেখ্য, বিজয় নিশ্চিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার আগেই ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহসেন রেজায়ী, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেইন কাজিজাদেহ। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

আমরা প্রত্যাশা করি, ইরানের জনগণ যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে ভোট দিয়েছেন, তিনি তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবেন। আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের পক্ষ থেকেও ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট ড. সাইয়েদ ইব্রাহিম রায়িসিকে আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।

‘রায়িসির বলিষ্ঠ নেতৃত্বে ইরান অনেকদূর এগিয়ে যাবে’

ইরানের ১৩তম প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইব্রাহিম রায়িসি আমাদের আশা ও আকাঙ্ক্ষা পূরণে তার বিচক্ষণতার পরিচয় দেবেন এবং আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা ও রক্তচক্ষু উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব প্রদানে বিশেষ ভূমিকা পালন করবেন। আশা করি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান অনেকদূর এগিয়ে যাবে। সেইসাথে ভারত এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা সাইয়েদ ইব্রাহিম রায়িসি বিপুল ভোটে জয়ী হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট রুহানিসহ প্রতিদ্বন্দ্বী সব প্রার্থী। বিশ্বের নানান রাষ্ট্র নেতারাও এটা করবেন। কিন্তু আগামীর পথ বড় সংকীর্ণ, পদে পদে বাঁধা। আমেরিকা এবং তাঁর পদাঙ্ক অনুসরণকারীরা কখনোই ইরানের প্রেসিডেন্টকে মন থেকে মানতে পারবে না। তাই ইব্রাহিম রায়িসিকে সকল বাঁধা পার করে ইরানকে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রাখতেই হবে।

আমরা আশা করি যে রায়িসি মহান ইরানি জাতির জীবনযাত্রা উন্নত করবেন এবং তাদের জন্য সমৃদ্ধি বয়ে আনবেন। বিশ্বের দরবারে ইরানকে আরও সমৃদ্ধ দেশ হিসাবে প্রতিষ্ঠিত করে ইরান তথা ইসলামকে মাথা উঁচু করে চলার প্রেরণা হিসাবে পথ প্রদর্শক হবেন।

 

মহ:  হাফিজুর রহমান

ইন্টারন্যাশনাল  মিতালি  লিসনার্স  ক্লাব 

গ্রাম ও পোস্ট:চুপী, জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ