মে ১৩, ২০২৪ ১৩:০১ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান বাংলা আমাদের জীবনের পথ চলায় আলোকবর্তিকাস্বরূপ'

মহাশয়, গ্রীষ্মের খরতাপে যখন ধরণীর বুকে এক ফোঁটা পানির জন্য হাহাকার তখন অন্তরে প্রশান্তি ও নির্মল স্নিগ্ধ বাণী জাগিয়ে রেডিও তেহরান বাংলা তার সুন্দর প্রেমময় দীপ্তি প্রকাশ করে শ্রোতাদের সকল তৃষ্ণা মেটায়।  

সম্প্রতি অনুষ্ঠানসূচিতে নানা পরিবর্তন ও নতুন কিছু অনুষ্ঠানের সংযোজন এককথায় শ্রোতাদের ভালো যে লাগছে তাই বলাইবাহুল্য। সবকিছু একভাবে চলে না, পরিবর্তন করেই চালিয়ে যেতে হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে বলে মনে করি। আজ দিকে দিকে বিশৃঙ্খলা- মনুষ্যত্ব ও মানবিকতা লুণ্ঠিত; সেখানে রেডিও তেহরান বাংলা পথ প্রদর্শক।

নতুন অনুষ্ঠানগুলো যেমন ভার্চুয়াল জগত, সৌভাগ্যের সিঁড়ি, ইসলাম ও শিশু অধিকার, সুস্থ পরিবার, আদর্শ জীবনযাপন, ইরানের পণ্য-সামগ্রী, পাশ্চাত্যে  জীবনব্যবস্থা, প্রাচ্যবিদদের চোখে মহানবী আর পুরাতন অনুষ্ঠান সোনালী সময়, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, সুন্দর জীবন, স্বাস্থ্যকথা বিশেষ উল্লেখযোগ্য। সমস্ত অনুষ্ঠানগুলোই জ্ঞান ও সৃজনশীল এবং আকর্ষণীয়। আমাদের জীবনের পথ চলায় রেডিও তেহরান বাংলা আলোকবর্তিকাস্বরূপ।

মহান আল্লাহর অমোঘ সৃষ্টি মানুষ। আর এই মানুষের প্রকৃত মানুষ হওয়ার মধ্যেই স্বার্থকতা। জীবনে অর্থকে নয় আল্লাহকে বিশ্বাস করে তার পথে চলা মানুষের কর্তব্য। তবেই বেহেশত লাভ সম্ভব। জীবন একটাই তাকে ভালোবেসে আল্লাহর দেওয়া উত্তম পথ অনুসরণ করাই হোক পাথেয়। এ জগৎ বৈচিত্র্যময়। তাই তার জ্ঞান অর্জন সর্বোপরি আল্লাহকে জানা আর বাস্তব জীবনে প্রতিফলন ঘটানো জরুরি।

আসছি ভার্চুয়াল জগত ও বাস্তবতা অনুষ্ঠান প্রসঙ্গে। প্রচারিত যৌক্তিক ব্যাখ্যায় গণমাধ্যমের খারাপ দিকগুলো খুব সুন্দরভাবে উপস্থাপিত হয়। বলতে দ্বিধা নেই মোবাইল উপকার যেমন করে ক্ষতিও করে। এটাই এর বাস্তবতা। একাকীত্ব, অকর্মণ্যতা সমাজের প্রভূত ক্ষতিসাধন করে। এরকম যদি চলতেই থাকে তাহলে সমূহ বিপদ নেমে আসবে। এর বিভিন্ন প্রাসঙ্গিক দিক অনুষ্ঠানে সুন্দরভাবে বলা হয়। ভালো লাগে।

সৌভাগ্যের সিঁড়ি অনুষ্ঠানে বিশ্বনবী (সা)-এর সত্য কথা বর্ণনা অতি সুস্পষ্টভাবে দেওয়া হয়। আল্লাহর বাণী সর্বোত্তম। তার প্রতিটা বাণী কালে কালে মানবতার উচ্চ আদর্শে উজ্জীবিত। এসব অম্লান ও অপরিবর্তনীয়। এর বাস্তবতা সহজেই অনুমেয়।

আদর্শ জীবনযাপন অনুষ্ঠানটির নাম শুনেই বোঝা যায় কীভাবে জীবনযাপন করলে সুন্দর ও সুস্থভাবে জীবন কাটানো যায়। নিজেকে জানা ও পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার বিষয় হলো সহৃদ্যতা সুন্দর বাচনভঙ্গি।

ভালো করে কথা বলা সুন্দর জীবনযাপনের অন্যতম বৈশিষ্ট্য। বোধ ও বিশ্বাস এর হাতিয়ার।

জীবনকে রঙিন নয় অর্থবহ করতে হবে। সমস্ত অনুষ্ঠানে সুন্দরভাবে তা উপস্থাপিত হয়।

'পাশ্চাত্যে জীবনব্যবস্থা' শীর্ষক অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পাশ্চাত্যের বিশৃঙ্খল জীবনযাপন কী পরিণতি নিয়ে এসেছে সে সম্বন্ধে একটা সম্যক ধারণা পাওয়া যায়। তাদের উৎশৃঙ্খলতা এমন পর্যায়ে উন্নীত হয়েছে যে সমাজ ধ্বংসের পথে। শুধু তাই নয় গোটা বিশ্বে যারাই তার অনুগামী হয়েছে তারা ঘোর সঙ্কটে পড়েছে। আর আধ্যাত্মিকতা যা চিরস্থায়ী সুখ এনে দেয় তা তারা উপেক্ষা করে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। অনুষ্ঠানটি আমাদের চোখ খুলে দিচ্ছে।

প্রাচ্যবিদদের চোখে মহানবী অনুষ্ঠানে বিভিন্ন মহান প্রাচ্যবিদ তাদের সুচিন্তিত মতামত ও সুদৃঢ় বিচক্ষণতা দিয়ে যেভাবে মহানবীকে দেখেছেন তার একটা সুন্দর বর্ণনা আমরা পাই। মহানবীর সর্বোত্তম আচরণ, কর্ম ও আধ্যাত্মিকতার পূর্ণ প্রকাশও দেখতে পাই। তাতে এও স্পষ্ট হয় মহানবী গুণাতীত, বর্ণনাতীত ও প্রজ্ঞা।

ইসলাম ও শিশু অধিকার একটি নতুন অনুষ্ঠান। তাতে ইসলামে শিশুর অধিকার নিয়ে এবং আন্তর্জাতিক সনদ তথা আইন বিষয়ে অনেক বাস্তব দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ। তাদের শিক্ষা দীক্ষায় উন্নতি করতে পারলে দেশের উন্নতিও বাস্তব রূপ পাবে 

শিশুদের জীবনে নানা ছন্দ খুঁজে নিতে এই অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম। রেডিও তেহরান বাংলা সেই মহান দায়িত্ব পালনে অনেকটাই অগ্রগণ্য।

স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি মূলত রোগ অসুখ বিসুখ সংক্রান্ত হলেও মানসিক ও সামাজিক স্বাস্থ্যের কথাও এখানে গুরুত্ব সহকারে বলা হয়। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বাবুদের কাছে কোন রোগ কেন হয়, উপসর্গ, কী করনীয় এ সম্বন্ধে জেনে আমরা উপকৃত হই। এজন্য রেডিও তেহরান বাংলা'র কাছে আমরা কৃতজ্ঞ।

দর্পণ অনুষ্ঠানে চলতি রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাবলীর উপর আলোকপাত ঘটনার প্রকৃত তথ্যসহ বিবরণ থেকে আসল ঘটনা জানতে পারা যায়।

সোনালী সময় অনুষ্ঠানটি মুলত যুবাদের জন্য হলেও বড়রা সেসব জেনে সতর্ক হতে পারেন। যুবাদের আচার আচরণ, তাদের মনোভাব, কর্মকাণ্ড ইত্যাদি নানা ব্যাপারে আন্তরিকতার সঙ্গে আলোচনা অনুষ্ঠানে পরিবেশিত হয়। সব আলোচনাই বাস্তবতার আলোকে উদ্ভাসিত। সুস্থ বিনোদন যুবাদের মন মানসিকতা শক্তিশালী করে। দেশের উন্নতিতে তাদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। 

গল্প ও প্রবাদের গল্প এককথায় আকর্ষণীয় ও শিক্ষামূলক। ভালো লাগে।

ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে কম শক্তিশালী পক্ষ হয়েও ইরানি যোদ্ধাদের নিষ্ঠা, ত্যাগ, সাহসী মনোভাব এবং আল্লার প্রতি অগাধ বিশ্বাস তাদের বিজয়ের রাস্তা দেখিয়েছে।   

জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান অনুষ্ঠানে ইরানি মনীষীদের নানাবিধ প্রতিভা ও বিভিন্ন আবিষ্কারের কথা শুনে ইরানের সামগ্রীক উন্ননে তাদের অবদানের কথা সুনিশ্চিত করে। আগ্রহ জাগে সেসব মনীষীদের জীবনকথা জানতে। অনুষ্ঠানে সেসব সুন্দরভাবে গুছিয়ে বলা হয়। বাস্তবিকই তা ইরানের কাছে গর্বের। ইরানি মনীষীরা বহু প্রাচীনকাল থেকেই তাদের জ্ঞান, প্রজ্ঞা, শিক্ষাকে এক করে বিভিন্ন আবিষ্কারের ছায়াতলে বিশ্বকে দাঁড় করিয়েছে।

ইমাম মাহদী আলাইহিস সালামের পুনরার্বিভাব নিয়ে 'শেষ ত্রাণকর্তা' অনুষ্ঠানটি আমার অন্তর্জগৎকে নাড়া দিয়ে যায়। তার আগমনে সকল পাপ মুছে দিয়ে প্রকৃত সৎ আল্লাহঅনুগামীরা বেহেশত লাভ করবে। কেয়ামত কালে সকলের বিচার হবে। ত্রাণকর্তার আবির্ভাব এক নতুন দিগন্ত খুলে যাবে। 

সুন্দর জীবন অনুষ্ঠানটি জীবনকে সুন্দর করে গড়ে তোলার উপযুক্ত দর্শন। জীবন তখনই সুন্দর হয় যখন জীবনবোধ, আচার আচরণ, স্বভাব সুন্দর হয় ও একটি সুন্দর মন থাকে। এসবই অনুষ্ঠানে সুন্দরভাবে বলা হয়। এসবই এই অনুষ্ঠানের মর্মকথা।

ইরান ভ্রমণ অনুষ্ঠানটি শুনে ইরানের দর্শনীয় স্থান, ঐতিহ্য, পরম্পরা, প্রাচীন স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সেখানকার জনগণের কথা ইত্যাদি নিয়ে নানা কথা শুনে ভাল লাগে। ইরানের সম্বন্ধে অনেক কিছু জানা যায়।

ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানে ইরানের বিভিন্ন বাজারে মানুষের চাহিদার উপর নানা ধরনের পণ্য সামগ্রীর পরিচয় মেলে। সেসব শুনতে বেশ লাগে।

পরিশেষে বলি, জীবন যেখানে থেমে যায়, রেডিও তেহরান বাংলা সেখানে পথ দেখায়। চলমান জীবনের ঘাটগুলি পার হয়ে যেতে কী করণীয় তা সে সাবধানের সঙ্গে জানান দেয়। বেতার জগতে সে দুর্নিবার, সুগঠিত, প্রাণবন্ত সদা বৎসল। আমরা তার গুণগ্রাহী। তুমি দীর্ঘজীবী হও।

 

ধন্যবাদান্তে 

দেবাশীষ গোপ 

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর 

পশ্চিম বঙ্গ, ভারত।

             

পার্সটুডে/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ