পরমাণু আলোচনা মুলতুবির খবর নাকচ করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i93516-পরমাণু_আলোচনা_মুলতুবির_খবর_নাকচ_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা স্থগিত রাখা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তেহরান তা নাকচ করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২১, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা স্থগিত রাখা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তেহরান তা নাকচ করেছে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে চলমান আলোচনা স্থগিত রাখা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে। কিন্তু এ সমস্ত রিপোর্টের কোনটিই নিশ্চিত নয় এবং বাস্তবতার কাছেও নেই।

সাঈদ খাতিবজাদে বলেন, ইরানের নীতি অনুসারে তেহরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা স্থগিত রাখার কারণ নেই। এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নীতি যা পরমাণু আলোচনার প্রতিনিধিদল অনুসরণ করছে। 

সাঈদ খাতিবজাদে আরো বলেন, ভিয়েনায় যে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে সেটিই হতে পারে ইরান ও অন্য পক্ষগুলোর মধ্যকার শেষ আলোচনা। তিনি বলেন, “ভিয়েনা সংলাপে যা বাকি আছে তা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা আশা করতে পারি যে, আমরা শেষ দফার আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি।”# 

পার্সটুডে/এসআইবি/২২