জুন ২৬, ২০২১ ০৫:০৮ Asia/Dhaka
  • শুক্রবার রাতে ইরানের টেলিভিশনে ইব্রাহিম রায়িসির সাক্ষাৎকার সম্প্রচার করা হয়
    শুক্রবার রাতে ইরানের টেলিভিশনে ইব্রাহিম রায়িসির সাক্ষাৎকার সম্প্রচার করা হয়

ইরানের নবনির্বাচিত- প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধ করার হবে তার প্রশাসনের অগ্রাধিকার-ভিত্তিক কাজ।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম লাইভ টেলিভিশন সাক্ষাৎকারে এ প্রত্যয় ব্যক্ত করেন রায়িসি। তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং গত দেড় বছরেরও বেশি সময় ধরে চলা করোনাভাইরাসের প্রকোপ থেকে জনগণকে মুক্তি দেয়ার বিষয়টি নিয়ে তিনি সারাক্ষণ ভাবছেন। এছাড়া, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সব নাগরিকের জন্য গৃহায়ণ প্রকল্প বাস্তবায়নেও জোর দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ইব্রাহিম রায়িসি একই সঙ্গে একথাও বলেন, রাতারাতি এসব পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় তবে তিনি যত দ্রুত সম্ভব কাজে নেমে পড়বেন। তিনি দেশে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ঐক্য ও সংহতিকে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসেবে উল্লেখ করেন।

গত ১৮ জুন শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা প্রায ৬২ ভাগ ভোট পেয়ে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন বিচার বিভাগের বর্তমান প্রধান ইব্রাহিম রায়িসি। আগামী ৩ আগস্ট তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের পাশাপাশি বিশ্বের বহু রাষ্ট্র ও সরকার প্রধান ইরানের নির্বাচিত-প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ