ইরানের নৌবাহিনী এখন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে: নৌ কমান্ডার
(last modified Tue, 06 Jul 2021 09:52:13 GMT )
জুলাই ০৬, ২০২১ ১৫:৫২ Asia/Dhaka
  • রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি
    রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী এখন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।  এ কথা বলেছেন সেনাবাহিনীর নৌ ইউনিটের উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হামজা আলী কাভিয়ানি।

তিনি আজ (মঙ্গলবার) আরও বলেছেন, নৌবাহিনীকে সব সময় লড়াইয়ের জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে হবে। আলী কাভিয়ানি আজ নৌবাহিনীর এক নম্বর অঞ্চলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নৌবাহিনীর সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় আলী কাভিয়ানি বলেন, নৌবাহিনীর সদস্যদের মনোবল অটুট রয়েছে।

নৌ কমান্ডার আরও বলেন, ইরান শান্তি ও নিরাপত্তার পক্ষে। কিন্তু কোনো দেশ বা গোষ্ঠী যদি কখনো হুমকি সৃষ্টির চেষ্টা করে তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রয়েছে বিশাল পানিসীমা। এছাড়া দেশটি আন্তর্জাতিক পানিসীমাতেও তৎপর রয়েছে। এর আগে ইরানের কমান্ডারেরা জানিয়েছেন, তারা এই অঞ্চলে শত্রুর সব ধরণের তৎপরতা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ