জুলাই ১২, ২০২১ ১৮:১৭ Asia/Dhaka
  • 'উট দেখেছ, উট দেখনি' গল্পটি শুধু ভালোই লাগেনি, শিক্ষণীয়ও বটে

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। গত ৬ জুলাই, মঙ্গলবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, কথাবার্তা ও গল্প ও প্রবাদের গল্প প্রচারিত হয়েছে। এসব অনুষ্ঠানের মধ্যে শেষ প্রান্তিকে প্রচারিত গল্প ও প্রবাদের গল্প আমাদেরকে খুব মুগ্ধ করেছে।

গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠান থেকে আমরা ইরানের কালজয়ী সাহিত্যিকদের রচনার সাথে পরিচিত হতে পারি, জানতে পারি গুরুত্বপূর্ণ কিছু প্রবাদের উৎপত্তি সম্পর্কে। ইরানকে জানার জন্য, ইরানের সংস্কৃতিকে বোঝার জন্য, ইরানি মানুষের মনোভাব অনুধাবনের জন্য এর চেয়ে ভালো অনুষ্ঠান আর হতে পারে না।

আজকের গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে ‘উট দেখেছ, উট দেখনি’ অর্থাৎ ‘যা কিছু জান তার সবই প্রকাশ করতে নেই’ প্রবাদের উৎপত্তি সম্পর্কে শেখ সাদির একটি ঘটনার বিবরণ দেয়া হয়। চমৎকার এ গল্পটি শুধু ভালোই লাগেনি, এ থেকে শিখতে পেরেছি যে, যা কিছু জানা থাকবে তার সবই অন্যের কাছে প্রকাশ করব না।

অনুষ্ঠানের গল্পটির সারমর্ম ছিল এরকম। সাদি এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতেন। তিনি সাধারণত সব সময় ঘোড়ায় চড়ে বেড়াতেন। কিন্তু একবার পায়ে হেঁটে ঘুরতে বেড় হলেন। কিছুদুর যাবার পর দেখলেন খুরের চিহ্ন। খুরের প্রকৃতি দেখে বুঝতে পারলেন এটি উটের খুরের। আরো কিছুদুর এগুনোর পর দেখলেন, একপাশের ঘাস খওয়া। আরেকটু পর দেখলেন ঘাস এলামেলোভাবে খাওয়া। সাদী ভাবলেন যে এ উটটির এক চোখ হয়ত কানা।

কবিরা সাধারণ মানুষের চেয়ে বেশি ভাবেন। কবি সাদি এগিয়ে যান সামনের দিকে। দেখেন নতুন এক ধরনের রেখা। দেখতে পেলেন, কিছু মাছি ঐ রেখার উপর বসে আছে। তিনি প্রতিটি ঘটনা দেখেন আর তা দেখে ঐ পশুটির প্রকৃতি সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হন।

কবি এগিয়ে যান ছন্দময় চতুষ্পদীর রেখা দেখে দেখে। একটি সরাইখানায় গিয়ে বিশ্রামের পর কবি অবারো পা বাড়ালেন। একটু পর দেখলেন, হন্যে হয়ে একজন লোক দৌঁড়ে আসছে। সে বলল যে, তার উটটি হারিয়ে বা পালিয়ে গেছে। একথা শুনে সাদি উটটির কিছু বর্ণনা দিল। সাদির বর্ণনার সাথে উটটির মিল পাওয়া গেল। এতে লোকটি ভাবল, উটটি হয়ত তিনিই নিয়েছেন। তাই তাকে মারতে উদ্যত হলেন।

শেখ সাদি তখন ভাবলেন, উটটি না দেখেও তার চরিত্র দেখে উটটি সম্পর্কে যে ধারণা তার হযেছে সেটি যদি না বলতেন তাহলে তাকে এ বিড়ম্বনায় পড়তে হতো না। সেই থেকেই প্রবাদের উৎপত্তি হয়েছে যে, ‘উট দেখেছ, উট দেখনি’। অর্থাৎ যা কিছু জান, সব প্রকাশ না করাই ভালো।

ভালো লেগেছে গল্পটি। আর উপদেশটি আমাদের মনে থাকবে। ধন্যবাদ।

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

২০৬/১ খড়ম পট্টি, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

ট্যাগ