বাগদাদে ইরাকি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন ইরানের গোয়েন্দামন্ত্রী
(last modified Thu, 15 Jul 2021 04:58:38 GMT )
জুলাই ১৫, ২০২১ ১০:৫৮ Asia/Dhaka
  • বুধবার বাগদাদের আস-সালাম প্রাসাদে প্রেসিডেন্ট সালেহ\'র সঙ্গে সাক্ষাৎ করেন আলাভি (বামে)
    বুধবার বাগদাদের আস-সালাম প্রাসাদে প্রেসিডেন্ট সালেহ\'র সঙ্গে সাক্ষাৎ করেন আলাভি (বামে)

বাগদাদ সফররত ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন।

বাগদাদ সফররত ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ’র সঙ্গে সাক্ষাৎ করেছেন।  এ সময় তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন।

ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন করে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান সবরকম প্রচেষ্টা চালাবে।

আলাভি ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার সমবেদনা প্রকাশের কথা ইরাকি প্রেসিডেন্টকে জানান।

সাক্ষাতে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যায়িত করে ইরানের প্রসিডেন্ট বলেন, সব ক্ষেত্রে এই সম্পর্ক আগের চেয়ে শক্তিশালী করতে বাগদাদ প্রস্তুত রয়েছে। তিনি ইরাকে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশেষ করে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। #

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ