আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী ইতিহাস সৃষ্টি করেছে: অ্যাডমিরাল খানজাদি
(last modified Tue, 20 Jul 2021 11:30:59 GMT )
জুলাই ২০, ২০২১ ১৭:৩০ Asia/Dhaka
  • খানজাদি
    খানজাদি

ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় উপস্থিতির মাধ্যমে নৌবাহিনী নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

ইরানের ইতিহাসে এ ধরণের দৃঢ়তা ও সাহসিকতা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন।

ইমাম খোমেনী (রহ.) মেরিন সায়েন্সেস ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

খানজাদি আরও বলেন, ইসলামী বিপ্লবের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে।  

নৌবাহিনীর এই কমান্ডার বলেন, আজ যে ইরানের নৌবাহিনী অনেক দূরের আন্তর্জাতিক পানিসীমায় অভিযান চালাচ্ছে ও জাতীয় পতাকা উড়াচ্ছে তা সম্ভব হয়েছে বিপ্লবী তরুণদের সাহসিকতা ও উদ্যমের কারণে।  

ইসলামী বিপ্লবের পর ইরানের নৌবাহিনী সব ক্ষেত্রেই ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে তিনি মন্তব্য করেন।

পার্সটুডে/এসএ/২০  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ