ইরানের সংসদে চূড়ান্ত তালিকা পেশ করেছেন প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i95808-ইরানের_সংসদে_চূড়ান্ত_তালিকা_পেশ_করেছেন_প্রেসিডেন্ট_রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার সরকারের জন্য নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। আজ (বুধবার) ওই তালিকা তিনি ইরানের জাতীয় সংসদে পেশ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১১, ২০২১ ১৯:৪৫ Asia/Dhaka
  • প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের  কয়েকজনের ছবি
    প্রস্তাবিত মন্ত্রিসভার সদস্যদের কয়েকজনের ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার সরকারের জন্য নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করেছেন। আজ (বুধবার) ওই তালিকা তিনি ইরানের জাতীয় সংসদে পেশ করেন।

তালিকা হাতে পাওয়ার পর এখন ইরানের জাতীয় সংসদ এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে মন্ত্রীদের নিয়োগের বিষয়ে আস্থা ভোট অনুষ্ঠানের আয়োজন করবে। প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য ভোট দিলেই তবে একজন ব্যক্তি মন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাবেন। প্রস্তাবিত কোনো ব্যক্তি সংসদ সদস্যদের আস্থা ভোটে জিততে না পারলে মন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন না। সেক্ষেত্রে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট রায়িসিকে নতুন কোনো ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে।

জাতীয় সংসদে মন্ত্রীদের নামের চূড়ান্ত তালিকা পেশ করার বিষয়টি প্রেসিডেন্ট রায়িসির প্রশাসন নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নামের ওই তালিকা প্রকাশ করেছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

এতে দেখা যাচ্ছে- জাওয়াদ ওউজিকে তেলমন্ত্রী, ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট রায়িসি।

এছাড়া, অর্থমন্ত্রী হিসেবে এহসান খানদুজি; গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব; সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা মন্ত্রী মোহাম্মদ মাহদি ইসমাইলি; কৃষিমন্ত্রী জাওয়াদ সাদাতিনেজাদ; সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্ত শিল্পবিষয়ক মন্ত্রী ইজ্জাতুল্লাহ জারগামি; ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ সাজ্জাদি; খনি ও বাণিজ্যমন্ত্রী রেজা ফাতেমী আমিন; বিচারমন্ত্রী আমির হোসেইন রাহিমি; জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান; শিক্ষামন্ত্রী হোসেইন বাগ-গোলি; সমবায়, শ্রম ও সমাজকল্যাণমন্ত্রী হোজ্জাত আব্দুল মালেকি; স্বাস্থ্যমন্ত্রী বাহরাম আইনুল্লাহি; সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী রোস্তম কাসেমি; প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারায়ি আশতিয়ানি; বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ আলী জোলফিকুল এবং যোগাযোগ ও তথ্যমন্ত্রী ঈসা জারে-পুর।#

পার্সটুডে/এসআইবি/১১