ইরানে করোনার অর্ধ কোটি টিকা আসছে আগামীকাল
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সহকারি রেজা যাবিব জানিয়েছেন, আগামীকাল ইরানে ৫০ লাখ করোনার টিকা পৌঁছবে।
তিনি আজ (বুধবার) এক টুইটে আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রচেষ্টা ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। টিকাদান কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে এগুলো আমদানি করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে পরবর্তী আট দিনের মধ্যে বিপুল সংখ্যক টিকা দেশে পৌঁছাবে।
তিনি এর আগেও বিপুল সংখ্যক টিকা আমদানির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।
ইরানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। আজও ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯৯ জন। এ ছাড়া শনাক্ত হয়েছেন ৩৩ হাজার ১৭০ জন।
এ অবস্থায় টিকাদান কার্যক্রম জোরদারের জন্য প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নির্দেশ দিয়েছেন। এর পর থেকেই টিকা আমদানি বেড়েছে।#
পার্সটুডে/এসএ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।