আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে অক্টোবর মাসের কুইজ প্রতিযোগিতা
(last modified Wed, 06 Oct 2021 08:43:40 GMT )
অক্টোবর ০৬, ২০২১ ১৪:৪৩ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে অক্টোবর মাসের কুইজ প্রতিযোগিতা

‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে চলতি অক্টোবর মাসে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর।

প্রশ্নমালা:

প্রশ্ন-১: ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কতটি নিষেধাজ্ঞা দেওয়া হয়?

প্রশ্ন-২: ইসরাইলের সাথে আজারবাইজানের সম্পর্ক পাহাড়ের মতো শক্ত: উক্তিটি কার?

প্রশ্ন-৩: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহ কবে নিহত হন?

(কুইজের সঠিক উত্তরের জন্য রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডে ডটকমের সহযোগিতা নেওয়া যেতে পারে)

 

নিয়মাবলি:

১. উত্তরপত্রে প্রতিযোগীর নাম, পূর্ণ ঠিকানা এবং টেলিফোন/মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। সেইসঙ্গে একটি ছবি পাঠাতে হবে।

২. ১৪ বছরের নিচে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

৩. একটি ইমেইল এড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো যাবে না।

৪. উত্তর পাঠানোর ঠিকানা: [email protected]

৫. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের ছবিসহ নাম-ঠিকানা পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৬. বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র দেয়া হবে।

৭. ইমেইলে সাবজেক্টের স্থানে 'কুইজ প্রতিযোগিতা অক্টোবর-২০২১' লিখতে হবে।

৮. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ