আরো কয়েকজন সন্ত্রাসী রিংলিডারকে আটক করল আইআরজিসি
(last modified Sun, 07 Nov 2021 06:47:13 GMT )
নভেম্বর ০৭, ২০২১ ১২:৪৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সদস্যরা আরো কয়েকজন সন্ত্রাসী রিংলিডারকে আটক করেছে। ইরানের সমাজ ও নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে আসছিল এই গোষ্ঠী।

আলবোর্জ প্রদেশের ইমাম হাসান মোজতবা ঘাঁটি থেকে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীর এই নেতারা সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি এবং দেশের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। কথিত হোয়াইট আপরাইজিং মুভমেন্টের আটক সন্ত্রাসী নেতাদেরকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। এসব সন্ত্রাসী রাতের বেলায় রাস্তায় রাস্তায় প্রচারপত্র বিলি করত, লোকজনকে প্রতারণা করত এবং তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য গুন্ডাবাহিনী ভাড়া করত।

শুরু থেকেই এসব সন্ত্রাসী কর্মকাণ্ড আইআরজিসি পর্যবেক্ষণ করে আসছিল এবং এ ব্যাপারে ইরানের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী বিশেষভাবে সহযোগিতা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইমাম হাসান মোজতবা ঘাঁটির অজ্ঞাতসংখ্যক সেনা এই অভিযানে অংশ নেন এবং সন্ত্রাসী নেতাদেরকে আটক করে এরইমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। 

আলবোর্জ প্রদেশে তৎপর হোয়াইট আপরাইজিং মুভমেন্টের সমস্ত তৎপরতা পর্যবেক্ষণে রয়েছে এবং এর সাথে জড়িত সবাই প্রদেশের গোয়েন্দা সংস্থার নজরে রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।#

পার্সটুডে/এসআইবি/৭

ট্যাগ