রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত
(last modified Sat, 19 Mar 2022 08:44:06 GMT )
মার্চ ১৯, ২০২২ ১৪:৪৪ Asia/Dhaka
  • রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠান সম্পর্কে মতামত

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ভালোলাগা আর ভালোবাসার এক প্রিয় বেতারের নাম রেডিও তেহরান। মনের মাধুরী মিশিয়ে কথামালার নাম রেডিও তেহরান। শিক্ষা ও আনন্দ বিতরণের নাম রেডিও তেহরান। সারা বিশ্ব থেকে বেতার যেখানে ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, সেখানে রেডিও তেহরানের পতাকা আরো উজ্জ্বল হয়ে আকাশে পত্ পত্ করে উড়েছে। আর সেই পতাকার ঔজ্জ্বল্যে দিনকে দিন শ্রোতা সংখ্যা বেড়েই চলছে।

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৭ ফেব্রুয়ারি, রোববার প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে সুখের নীড় আমাদের খুব ভালো লেগেছে। ওইদিন ইসলামি ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠানটির ৭ম পর্ব প্রচারিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সোহেল আহমেদ ও আকতার জাহান। তাদের চমৎকার উপস্থাপনায় আজকের সুখের নীড় খুব উপভোগ্য ও তথ্যবহুল হয়েছে।

অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি যে, বিয়ে করা মানুষের পূর্ণতা ও প্রশান্তির জন্য একটি জরুরী বিষয়। বৈধভাবে জৈবিক ও মানসিক চাহিদা পূরণের জন্য বিয়ে করা অপরিহার্য। সেজন্য সকল ঐশি ধর্মই বিয়েকে গুরুত্ব দিয়ে থাকে। অনেকেই মনে করেন, মেয়েদের জন্য বিয়ের উপযুক্ত বয়স হল ১৮ থেকে ২৪, আর ছেলেদের ২৪ থেকে ২৮। স্বামী বা স্ত্রীর বয়সের ব্যবধান ৫-৭ বছরের বেশি হওয়া উচিত নয়।

সন্তানের বাবা-মা হওয়া পারিবারিক জীবনের এক অনন্য উপহার। ইরানের পরিবারগুলোতে সন্তানের প্রতি সহায়তার ক্ষেত্রে বাবা-মা বেশ দায়িত্বের পরিচয় দিয়ে থাকেন, সঠিক দায়িত্ব পালন করে থাকেন। কেননা, সন্তান বাবা-মা’র জন্য খোদায়ী উপহার। সন্তান পরিবারের জন্য অনেক বরকত নিয়ে আসে।

অন্যদিকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষত করা বাবা-মা’র অন্যতম দায়িত্ব। বাবা-মা এ দায়িত্ব পালন করে থাকেন শিশু মাতৃগর্ভে আসার পর থেকে তার কৈশোর অতিক্রম পর্যন্ত। মহানবী (সা.) সন্তানের সুশিক্ষার জন্য প্রতিদিন আয়ের অর্ধেক আল্লাহর পথে সদকা দেয়ার সুপারিশ করেছেন। তিনি আরো বলেছেন, সন্তানের জন্য সঠিক শিক্ষা-দীক্ষার চেয়ে অধিক উত্তম উত্তরাধিকার আর নেই। 

ইরানের পরিবারগুলোতে বাবা-মায়েরা এখনো সন্তানের নানাবিধ সমস্যা সমাধানের ধারা অব্যাহত রেখেছেন। সন্তানদের প্রতি তাদের দায়িত্ব ও অনুভূতি এখনো প্রখর। অন্য অনেক দেশের বাবা-মায়ের তুলনায় ইরানি বাবা-মা’রা এখনো অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে থাকেন।

এমন সুন্দর তথ্যবহুল ও শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই। আর আশা করি, সুখের নীড়ের অন্ততঃ শততম পর্ব প্রচারের। কেননা, এধরনের অনুষ্ঠান যত বেশি প্রচারিত হবে, সমাজ ও ইসলাম তত বেশি উপকৃত হবে। 

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

ট্যাগ