মানবতার শিক্ষক প্রিয় রাসূল (সা.): আবদুল আজিজ জামালী
(last modified Sun, 19 Jun 2022 13:02:37 GMT )
জুন ১৯, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • মানবতার শিক্ষক প্রিয় রাসূল (সা.): আবদুল আজিজ জামালী

রেডিও তেহরানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সঞ্চরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি, কবি ও গীতিকার আবদুল আজিজ জামালী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদন করে এই কবিতাটি লিখেছেন:

জনপদে আজ কালের চাকায় পিষ্ট জনতা

সীমাহীন পথে নেই গতিরোধ

ব্রেকহীন পথে নেই প্রতিরোধ।

 

মানছে না কেউ ট্রাফিক আইন--

দেশে দেশে আজ দুর্ঘটনার কবলে বিশ্ব সমাজ

শহর পল্লী সবখানে অপসংস্কৃতির সয়লাব--

লাগামহীনতা ঘোড়ার কদম

প্রতিযোগী মাঠে চলে হরদম।

 

হে রাসূল! তুমি আজ নেই বলে--

হেরা তোরণের ক্ষীণ আলো সব পথে পথে

নেই মোড়ে মোড়ে ট্রাফিক ফাড়ির লাল বাতি চালক যাত্রী শুধু-শুধু, রেষারেষি।

 

ধর্মে ধর্মে হানাহানি আর সাম্প্রদায়িক দূরাচার

স্মরণকালের যতো অশালীনে জয়-জয়কার।

 

হে-রাসুল!

তোমার দেখানো আদর্শ আজ নেই বলে--

তোমার শেখানো শিখন বিশ্বে নেই বলে--

হায়! হায়! রবে, কাঁদে কত শত দূর্গে দূর্গে

অসহায় মানবতা।

 

সন্ধ্যা তারার অমানিশ রাতে, আর কত কাল! পিষ্ট হতেই থাকবে যুগের--

মর্মান্তিক অবক্ষয়ে জনতা

 

কবে ফিরে পাবো সোনালী দিনের মানবতা

জাগবে কখন ঊষার আলোয়ে

প্রত্যয়কামী ভোরের পাখিরা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ