শ্রোতাদের মতামত
'রেডিও তেহরানের সুখের নীড় অনুষ্ঠানটি আমাদের জন্য এক নতুন শিক্ষালয়'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২৬ মার্চ, রোববার প্রচারিত অনুষ্ঠানগুলো হলো বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান– রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব, কথাবার্তা ও সুখের নীড়।
প্রতিটি অনুষ্ঠানই আমাদের ভালো লেগেছে। তবে সুখের নীড় একটু বেশি ভালো লেগেছে। এ অনুষ্ঠানটি আমাদের বৈষয়িক জীবনকে সুখের ও সুন্দর করে গড়ে তুলার উপায় বাতলে দেয়। এর ফলে আমরা আমাদের বৈষয়িক জীবনকে সুন্দর করার পাশাপাশি পারলৌকিক জীবনকেও সুখের করার সুয়োগ পেয়ে যাই।
ইরান ও ইসলামের পরিবার বিষয়ক এ অনুষ্ঠানটি আমাদের জন্য এক নতুন শিক্ষালয়। পরিবারের সুখ-শান্তি বজায় রাখার জন্য ইসলাম কী বলেছে, কী নির্দেশনা দিয়েছে সেসব থাকে এ অনুষ্ঠানে। শুধু তাই নয়, ইরান এসব রীতিনীতি কতটুকু পালন করে, জীবন, বিবাহ, দাম্পত্য জীবন, সন্তান পালন- এসব বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গীও এতে প্রতিফলিত হয়। তবে ইরানের দৃষ্টিভঙ্গী মূলত ইসলামের নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হয়।
২৬ মার্চ সুখের নীড়ের ৫০তম পর্ব উপস্থাপনায় ছিলেন আকতার জাহান ও গাজী আব্দুর রশীদ। ইমাম জাফর সাদিকের একটি বাণী দিয়ে শুরু হয় এ পর্বটি। তিনি বলেছিলেন যে, 'মুমিন হলেন তিনি যিনি তার পরিবারকে আদব-কায়দা শিক্ষা দেন যাতে তার পরিবারের সবাই বেহেশত লাভ করতে পারেন'। কী চমৎকার বাণী! আমরা তাঁর এ বাণী অনুসরণ করে চলব, ইনশাআল্লাহ।
পরিবারের জন্য যথেষ্ট আয়-রোজগার করা জরুরি হলেও যথেষ্ট পরিমাণ বিশ্রামও আবশ্যক। নারী ও পুরুষের জীবনে পূর্ণতা আনার জন্য পরিবার গঠন আবশ্যক। সব বাবা-মা-ই চান, তার সন্তান যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠে। সমাজের সবাই যেন তার সন্তানকে শ্রদ্ধা করে, ভালোবাসে।
আসলে পরিবার একটি দল বা টিমের মতন। এখানে প্রত্যেকে যথাযথ দায়িত্ব পালন করলে সবাই সুখে থাকতে পারেন। তাই সবার উচিত পরিবারের কাজে সবাই সমানভাবে অংশগ্রহণ করা।
এক পরিবারের সন্তানের সাথে অন্য পরিবারের সন্তানের তুলনা করা মোটেও উচিত নয়। এতে সন্তানের উপর বিরূপ প্রভাব পড়ে। সন্তান হীনমন্যতায় ভূগতে পারে, যা তার জীবনের ক্ষতি করতে পারে। বরং সন্তানের ভালো দিকগুলো ফুটিয়ে তুলতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে যে, ব্যর্থতা সত্ত্বেও সে একা নয়। তাকে নতুন করে শুরু করার জন্য উৎসাহ দিতে হবে।
চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেই সাথে আগামী পর্ব শোনার অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯