ইরানের বিরুদ্ধে শত্রুতা; পরমাণু আলোচনার পাশাপাশি চলছে মার্কিন নিষেধাজ্ঞা
(last modified Thu, 01 May 2025 11:19:07 GMT )
মে ০১, ২০২৫ ১৭:১৯ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

পার্সটুডে- সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে মার্কিন পররাষ্ট্র দপ্তর সাতটি ইরানি প্রতিষ্ঠান এবং তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সক্রিয় দু'টি জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার ঘোষণা করেছে, তারা তাদের সর্বোচ্চ চাপ নীতির সাথে সঙ্গতি রেখে সাতটি ইরানি প্রতিষ্ঠান এবং দু'টি জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে দাবি করেছেন, তার ভাষায় ইরানি পেট্রোলিয়াম এবং পেট্রোকেমিক্যাল পণ্যের অবৈধ লেনদেনকারীদের এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর লক্ষ্য হলো, আঞ্চলিক তৎপরতায় ইরানের রাজস্ব প্রবাহ বন্ধ করা।

নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে চারটি পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রেতা কোম্পানি, একটি ক্রেতা কোম্পানি, একটি সামুদ্রিক ব্যবস্থাপনা কোম্পানি এবং একটি কার্গো পরিদর্শন কোম্পানি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করেছে, এগুলো কয়েকশ মিলিয়ন ডলারের পেট্রোকেমিক্যাল পণ্যের ব্যবসা করেছে। নিষেধাজ্ঞার শিকার শিপিং কোম্পানির মাধ্যমে পরিচালিত দুটি জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই দুই জাহাজের বিরুদ্ধে ইরানি তেল এশিয়ার বাজারে পরিবহনের অভিযোগ এনেছে মার্কিন কর্তৃপক্ষ।

ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত থাকলেও ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মার্কিন কর্মকর্তারা একদিকে ইরানের সাথে সরাসরি আলোচনার আহ্বান জানাচ্ছেন, আর অন্যদিকে, তারা নতুন নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে একটি স্ববিরোধী নীতি অনুসরণ করছেন।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।