পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আলজেরিয়ার অবস্থানের প্রশংসা করলো ইরান
(last modified Wed, 30 Apr 2025 08:40:44 GMT )
এপ্রিল ৩০, ২০২৫ ১৪:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থাসহ আন্তর্জাতিক ফোরামে ইরান ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মঙ্গলবার সন্ধ্যায় আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে টেলিফোনে মতবিনিময় করেছেন। পার্সটুডে আরও জানিয়েছে, ফোনালাপে আরাকচি গাজা এবং পশ্চিম তীরে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদিবাদী সরকারের অপরাধ বৃদ্ধির পাশাপাশি লেবাননের বিরুদ্ধে তাদের ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করেন। সেইসঙ্গে তিনি অসহায় ফিলিস্তিনি জনগণের ওপর হত্যা ও গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র বাস্তবায়ন রোধ করতে ইসলামী দেশগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

এরপর আরাকচি তার আলজেরীয় সমপক্ষকে ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করেন।

ওই ফোনালাপে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে আলজেরিয়ার নীতিগত অবস্থানেরও প্রশংসা করেন।

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলে ইসরাইলের অব্যাহত নিরাপত্তাহীনতা সৃষ্টির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অধিকৃত ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার নিন্দা জানান। তার পাশাপাশি তিনি এসব অপরাধযজ্ঞে মোকাবেলায় ইসলামী দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

শহীদ রাজায়ি বন্দরে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে আতাফ নিহতদের পরিবার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানান।#

পার্সটুডে/এনএম/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।