'সোনালি সময়' ও 'নারী: মানব ফুল' অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি
(last modified Mon, 15 May 2023 13:05:15 GMT )
মে ১৫, ২০২৩ ১৯:০৫ Asia/Dhaka
  • 'সোনালি সময়' ও 'নারী: মানব ফুল' অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি

মহাশয়, গরমে জেরবার  বাংলা। অসহ্য রৌদ্রের দাপট। সীমাহীন না হলেও  মাত্রাতিরিক্ত গরমের চোখ রাঙানি। সকলেই চাতক পাখির মতো বৃষ্টির আশায় দিন কাটাচ্ছে। এসময় কালবৈশাখী না দেখা গেলেও ঘূর্ণিঝড় চোখা দক্ষিণ বঙ্গে কিছুটা স্বস্তি দিয়েছে। আমাদের এদিকে তার প্রভাব পড়েনি।

১৪  মে  'সোনালি সময়' অনুষ্ঠানে তারুণ্যের আবেগ ও বুদ্ধিমত্তা নিয়ে সময়োচিত একটি বাস্তব ধারণার উপর আলোকপাত হৃদয় ছুঁয়ে গেল। আমি  কৈশোরের বয়স পেরিয়ে এলেও আমার আশেপাশের ছেলে/মেয়েদের এব্যাপারে আশ্বস্ত করার ক্ষেত্রে আপনাদের অনুষ্ঠানকে কাজে লাগাতে পারছি।

তারুণ্যের উদাসীনতা ছেড়ে প্রফুল্লতা গতিশীলতা, সক্রিয়তা, প্রাণবন্ততা প্রভৃতিকে কাজে লাগাতে হবে। এসময়টা জীবনের বসন্ত। জীবনকে গড়ার ক্ষেত্রে এইসময় খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত ও সঠিক পথ নির্বাচন সাফল্যের বীজ বপন করে। ব্যক্তি জীবনে ও পারিবারিক জীবনে প্রফুল্লতা খুব দরকার। তাই তরুণদের সবসময় হাসিখুশি থাকা দরকার। মানসিক চিকিৎসায় হাসি থেরাপি খুব কার্যকরী। মহান আল্লাহর ইবাদত যৌবনকালকে সুন্দর, সৎ ও বিশ্বস্ততার সঙ্গে চলার কথা বলা হয়েছে। নিজেই প্রশংসা করা। নিয়মিত শরীরচর্চা করা কল্যাণকর কিছু করা তরুণদের একান্ত কর্তব্য। এভাবে গোটা অনুষ্ঠানটি তরুণদের সমাজের উজ্জ্বল নক্ষত্র রূপে চিহ্নিত করে। 

একই দিন 'নারী: মানব ফুল' ধারবাহিকের ১৮তম পর্বে বিশ্বে নারীদের নেত্রী হযরত ফাতিমার ইবাদত, লজ্জাশীলতা, চারিত্রিক পবিত্রতা, দানশীলতা নিয়ে আলোচনা ছিল উল্লেখ করার মতো। তিনি যখন একাগ্রচিত্তে একনিষ্ঠভাবে ইবাদত করতেন তখন তার চারদিকে নূর ছড়িয়ে পড়ত। তাকে এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো দেখাতো। তাই তাকে জাহরা বা জ্যোতির্ময় উপাধি দেওয়া হয়। তিনি অত্যধিক নামাজ ও ইবাদত  করতেন।

একবার ইফতার করার সময় এক নিঃস্ব ব্যক্তি এসে খাবার চাইলে নিজেরা না খেয়ে সব খাবার ঐ ব্যক্তিকে দেন। এভাবে তিনদিন না খেয়ে শুধু জল খেয়ে কাটান। এতে তার শরীর খারাপ  হয়ে  যায়। তখন রাসুল (সা.) তাকে উদ্ধার করেন।

ইসলাম বলে নারীর গোপন অঙ্গ কিছুতেই যেন পরপুরুষের কাছে আকর্ষণ না করে। নারীর জন্য সর্বোত্তম কোনো পুরুষ তাদের না দেখে। নারী বাড়ির যখন গোপন স্থানে থাকে তখন আল্লাহর নৈকট্যে থাকে।

 

নমস্কারান্তে

দেবাশীষ  গোপ

কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।  

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।