'২৯ মে'র প্রিয়জন অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য ও মনোমুগ্ধকর'
(last modified Thu, 01 Jun 2023 12:20:24 GMT )
জুন ০১, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • '২৯ মে'র প্রিয়জন অনুষ্ঠানটি ছিল দারুণ উপভোগ্য ও মনোমুগ্ধকর'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী, কলাকুশলী ও শ্রোতাবন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।      

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত ২৯শে মে তারিখে প্রচারিত অনুষ্ঠানগুলো ছিল- অর্থসহ কুরআন তেলাওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, প্রিয়জন ও কথাবার্তা। প্রতিটি অনুষ্ঠানই আমার ভালো লেগেছে তবে সবথেকে বেশি ভালো লেগেছে প্রিয়জন অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আমার মন ছুঁয়ে যায়৷                                                                            

প্রিয়জন অনুষ্ঠানের প্রযোজক শ্রদ্ধেয় আশরাফুর রহমান অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজান। তাঁর সঙ্গে শ্রদ্ধেয় নাসির মাহমুদ ও আক্তার জাহানের চমৎকার উপস্থাপনায় প্রিয়জন অনুষ্ঠানটি হয়ে ওঠে দারুণ উপভোগ্য ও মনোমুগ্ধকর। প্রতি সপ্তাহের ন্যায় এবারের অনুষ্ঠানটি শুরু করা হয় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস দিয়ে।

এরপর পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী রেডিও তেহরানের ভক্ত শ্রোতা বন্ধুদের হৃদয়ের গভীরে সঞ্চিত ভালোবাসা ও মনের মাধুরী দিয়ে লেখা চিঠিগুলো পাঠ করা হয়। নবীন ও প্রবীণ শ্রোতাবন্ধুদের সুন্দর সুন্দর মতামত ও সাক্ষাৎকার আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। ওইদিন আমার নিজের পাঠানো একটি চিঠি যখন পড়ে শোনানো হচ্ছিল তখন যেন নিজেকে হারিয়ে ফেলি প্রিয়জন অনুষ্ঠানের ভালোবাসার অকুল সাগরে। সবকিছু মিলিয়ে ২৯ শে মে প্রচারিত প্রিয়জন অনুষ্ঠানটি ছিল অসাধারণ। মনে হচ্ছিল যেন সমস্ত শ্রোতাবন্ধুদের মিলন মেলা বসেছে প্রিয়জনে।

 

সহিদুল ইসলাম        

গ্রাম: গাদোপোতা, থানা: শীতলকুচি

জেলা : কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।