মে ২৯, ২০২৩ ২০:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, "নিশ্চয় আল্লাহ্ ঘৃণা করেন বৃদ্ধ ব্যভিচারীকে, বিত্তবান অত্যাচারীকে, অহংকারী গরীবকে এবং নাছোড়বান্দা ভিক্ষুককে। আর নিষ্ফল করেন- প্রচার করে বেড়ানো দানশীলদের পুরস্কারকে আর ঘৃণা করেন এমন ফুর্তিবাজকে যে বেপরোয়া ও মিথ্যাচারী।"

আকতার জাহান: আমরা সবাই মহান আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করব- এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাব থেকে। আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি মোঃ রাসেল সিকদার।

তিনি লিখেছেন, "পবিত্র মসজিদুল আকসায় নামাজরত অবস্থায় নিরীহ মুসলমানদের উপর দখলদার ইসরাইলি সেনাদের আক্রমণে খবরে আমাদের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তবে, আশার দিক হলো- বর্বর ইসরাইলের ঘাড়ের উপর নিশ্বাস ছাড়ার মতো বিশ্বের বুকে একমাত্র দেশ ইরান আছে। এই সময় ইরানের হুক্কার ইহুদিবাদীদের ভিতড়িয়ে দিয়েছে। সেইসাথে হামাসের প্রতিরোধ ইসরালকে বুঝিয়ে দিয়েছে মাথানত করে মাইর খাওয়ার সময় আর নেই। ্যালুট হামাস যোদ্ধাদের। সময় এসেছে মুসলমানদের এক হওয়ার। এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। "

নাসির মাহমুদ: ভাই রাসেল সিকদার, ফিলিস্তিন নিয়ে আপনার গুরুত্বপূর্ণ লেখাটি তুলে ধরা হলো। আশা করি আবারো অন্য কোনো বিষয়ে লিখবেন।

আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদোপোতা থেকে। আর পাঠিয়েছেন সহিদুল ইসলাম

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুদেরকে প্রীতিময় শুভেচ্ছা ও ভালোবাসা জানাবার পর তিনি লিখেছেন, "রমজান মাস উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান 'খোদাপ্রেমের অনন্য উৎসব' থেকে অনেক উপকৃত হয়েছি। অনুষ্ঠানটি আমার কাছে  রমজান মাসের সেরা ও সময়োপযোগী অনুষ্ঠান বলে মনে হয়েছে। এই অনুষ্ঠানটি প্রচার করার জন্য রেডিও তেহরানের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।"                                                           

আশরাফুর রহমান: ভাই সহিদুল ইসলাম, পবিত্র মাহে রমজানে প্রচারিত বিশেষ ধারাবাহিকটি থেকে উপকৃত হয়েছেন জেনে ভালো লাগল। আশা করি নিয়মিত আপনার মেইল পাব।

বাংলাদেশের পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার দক্ষিণ বন্দর কর্মকার পট্টি থেকে কৃষ্ণ কর্মকার (কৌশিক) পাঠিয়েছেন পরের মেইলটি।

বাংলা নববর্ষ ১৪৩০-এর শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, "রেডিও তেহরান থেকে ৭ মার্চ প্রচারিত সকল অনুষ্ঠান খুব ভালো লেগেছে। রেডিও তেহরান যতই শুনছি ততই নিজেকে সমৃদ্ধ করতে পারেছি।"

এরপর তিনি আমাদের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা ও রমজান: খোদাপ্রেমের অনন্য উৎসব অনুষ্ঠানের প্রশংসা করেছেন।

আকতার জাহান: নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মেইলে মতামত পাঠানোয় কৃষ্ণ কর্মকার (কৌশিক) আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

আকতার জাহান: আসরের এবারের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশীষ গোপ। 

তিনি লিখেছেন, "৯ এপ্রিল প্রচারিত 'নারী: মানব, ফুল' অনুষ্ঠানে সাবার রানী বিলকিসের অনন্যসাধারণ জীবনী শুনে মোহিত হয়েছি। অনুষ্ঠান থেকে জানতে পেরেছি যে, সেসময় তিনিই একমাত্র নারী শাসক ছিলেন। হযরত সুলাইমানের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জনগণকে ভয়াবহ রক্তপাত থেকে রক্ষা করেন। তথ্যবহুল এই অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।"

আশরাফুর রহমান: নারী: মানব ফুল অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগল। নিয়মিত ইমেইল করায় শ্রোতাবন্ধু দেবাশীষ গোপ আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী  আব্দুল্লাহ আল মারুফ পাঠিয়েছেন এবারের মেইলটি।

নাসির মাহমুদ: এ শ্রোতাবন্ধু কি এবারই প্রথম চিঠি লিখলেন?

আশরাফুর রহমান: হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। তিনি রেডিও তেহরানের একজন নতুন শ্রোতা।

আকতার জাহান: মারুফ ভাই কিভাবে এ বেতারের সন্ধান পেলেন- সে সম্পর্কে কিছু লিখেছেন কি?

নাসির মাহমুদ: হ্যাঁ, মারুফ ভাই লিখেছেন, "রমজান মাসে ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'র ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রেডিও তেহরানের মনিটর শাহাদাত স্যারসহ ঢাকা ফ্যান ক্লাবের সদস্যগণ উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষাকে চেপে না রেখেই টিএসসি প্রাঙ্গণে চলে যাই। শাহাদাত স্যারসহ উপস্থিত অনেকের সাথেই পরিচিত হই। এর কয়েকদিন পর শাহাদাত স্যারের পক্ষ থেকে সাক্ষাৎ ও ইফতারির দাওয়াত পাই। দেখা করার সময় স্যার আমাকে একটি রেডিও তেহরানের কলম, চাবির রিং ও দুটি বুকলেট হাতে তুলে দেন। উপহারগুলো পেয়ে আমার খুবই ভালো লেগেছে।"

আশরাফুর রহমান: আব্দুল্লাহ আল মারুফ ভাইকে রেডিও তেহরানের ভুবনে স্বাগত জানাই। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনে মতামত জানাবেন।

নাসির মাহমুদ: শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের এক শ্রোতাবন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।

নাসির মাহমুদ: সাক্ষাৎকারের পর আবারো চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে। আর লিখেছেন হিরামন সেখ।

তিনি লিখেছেন, "গত ৬ই এপ্রিল রেডিও তেহরান বাংলা'র সন্ধ্যাকালীন অধিবেশন শুনে খুব ভালো লেগেছে। ওইদিন সবথেকে ভালো লেগেছে 'রমজান : খোদাপ্রেমের অনন্য উৎসব' ও স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি। 'খোদাপ্রেমের অনন্য উৎসব' থেকে জানতে পারলাম যে, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহতায়ালাকে কারো সাথে তুলনা করা যায় না।"

আকতার জাহান: ভাই হিরামন সেখ, নিয়মিত অনুষ্ঠান শুনে চিঠি লিখায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশাকরি আবারো লিখবেন।

শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় 'এ' ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিলেন ৫ জন শ্রোতা। আজকের আসরে তুলে ধরব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সিনিয়র শ্রোতা এস এম নাজিম উদ্দিনের লেখার কিছু অংশ। তিনি লিখেছেন-

আশরাফুর রহমান: "ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেইনি (রহ.) এর জীবন, ব্যক্তিত্ব, নেতৃত্ব, জ্ঞান, প্রজ্ঞা, ও দূরদর্শিতা আমাকে মুগ্ধ-আকৃষ্ট করে তোলে। এরই ফলশ্রুতিতে রেডিও তেহরানের গুণমুগ্ধ শ্রোতায় পরিণত হই। রেডিও তেহরানের ভালোবাসা আর ভালোলাগার সুগন্ধের আবেশ মাখানো প্রথম পত্রের পরশ পেয়েছিলাম ১৯৯২ সালের এক শীতকালে। আমাদের পরিচিত ডাকপিয়ন সুনীল দাস বাড়ির বারান্দায় রেখে গেল একটি বড় খাম। ভেতর থেকে বার করলাম অমূল্য রতন! একটি ইকো অফ ইসলাম পত্রিকার কপি, ব্রুসিয়ার, অনুষ্ঠানসূচি আর ইমাম খোমেনী (রহ.) এবং আয়াতুল্লাহ খামেনেয়ীর ছবি সম্বলিত সুদৃশ্য ক্যালেন্ডার। আহা! সেদিন, কী যে আনন্দ পেয়েছিলাম! ভাষায় প্রকাশ করার মত নয়। সেই শুরু; এখনো অব্যাহত আমার সেই আরাধ্য বেতার ও তার সাথে যোগাযোগের সেতুবন্ধ।"

নাসির মাহমুদ: তিন দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানে সাথে যুক্ত থাকার জন্য নাজিম উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশের কিশোরগঞ্জের ধলিয়ারচর গ্রাম থেকে 'নরসুন্দা বেতার শ্রোতা পরিবার'-এর সহ-সভাপতি মোঃ রবিউল আউয়াল পাঠিয়েছেন এবারের মেইলটি।

তিনি লিখেছেন, ইসলাম ধর্মের নানা অজানা বিষয় জানার মোক্ষম মাধ্যম হচ্ছে রেডিও তেহরান। সুমধুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানের সূচনা সত্যিই প্রশান্তিকর।

আকতার জাহান: এরপর রবিউল আউয়াল জানিয়েছেন, "গত ৯ এপ্রিল রেডিও তেহরানের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বাংলাদেশের বেতারপ্রেমীদের হৃদপিণ্ডস্থল নরসিংদীতে 'আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী'-এর শুভ সূচনা ঘটে। পর্যায়ক্রমে এ রকম আরো শ্রোতা ক্লাব গড়ে উঠবে বলে বিশ্বাস করি।"

আশরাফুর রহমান: আপনার বিশ্বাসকে বাস্তবে রূপদান করতে সিনিয়র শ্রোতা বন্ধুরা এগিয়ে আসবেন আমরা এ প্রত্যাশাই করি। তো চিঠি আর মতামতের জন্য রবিউল আউয়াল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকের আসরের শেষ মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে। আর লিখেছেন সিনিয়র শ্রোতা তরুণ মৈত্র।

তিনি লিখেছেন, গত ৬ এপ্রিল রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের পুরো অনুষ্ঠান শুনলাম। দৃষ্টিপাতে জানতে পারলাম যে,  ইরান ও সৌদি আরবের  সাথে সাত বছরের পর সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এরপর রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান 'খোদাপ্রেমের অনন্য উৎসব' এবং স্বাস্থ্যকথা অনুষ্ঠান ভালো লেগেছে বলে উল্লেখ করেছেন তিনি।

নাসির মাহমুদ: ৬ এপ্রিল প্রচারিত সান্ধ্য অধিবেশন সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানানোয় তরুণ মৈত্র আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

শ্রোতাবন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে 'রাহমান রাহীম' শিরোনামের একটি হামদে বারিতায়ালা। এটির কথা ও সুর  আরেফিন আল ইমরানের। আর শিল্পী তিমুর শাহরিয়ার। 

আকতার জাহান: তো শ্রোতাবন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। (গান)

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

ট্যাগ