আগস্ট ১৯, ২০২৩ ১৫:২৪ Asia/Dhaka
  • রেডিও তেহরানের 'গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠান সম্পর্কে দুই শ্রোতার মতামত

চিরায়ত ইরানি গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানের ১০৪তম পর্বে 'হাঁসের ব্যর্থতা ও অকারণ লজ্জা' নিয়ে একটি গল্প প্রচারিত হয়েছে। গল্পটি সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে অনেকেই মতামত জানিয়েছেন। তাদের মধ্যে দুইজন শ্রোতার মতামত এখানে তুলে ধরা হল।

জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজ (১৫.০৮.২০২৩, মঙ্গলবার) শেষ প্রান্তিকে প্রচারিত হয়েছে গল্প ও প্রবাদের গল্প। চমৎকার এ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন সোহলে আহম্মেদ ও রেজোয়ান হোসেন। আজকের অনুষ্ঠানে ইরানের প্রাচীন একটি গল্প প্রচারিত হয়। গল্পটি উপভোগ্য ও শিক্ষণীয়।

আগেকার দিনে গাছপালা, জঙ্গল বা বাগানের ভেতর দীঘি বা পুকুর থাকত। সেখানে প্রচুর মাছ থাকত। একদিন একটি হাঁস মাছ খেতে চাইল। তাই সে এক চাঁদনী রাতে ঐ পুকুরে গেল। কিন্তু সেতো মাছ চিনে না। চাঁদের আলোর প্রতিচ্ছায়া দেখে তাকে মাছ মনে করল। কিন্ত অনেক চেষ্টা করেও তা ধরতে পারলো না। পানির ঢেউয়ে চাঁদের আলো লাফাতে লাগল আর হাঁস তা ধরার ব্যর্থ চেষ্টা করল। বেশ কয়েকবার চেষ্টা করে সফল না হয়ে ফিরে গেল। তবে পরের রাতে আবার এলো। আবার চাঁদের প্রতিচ্ছায়া ধরার চেষ্টা করে ব্যর্থ হলো।

পরেরদিন সকালে সে আবার পুকুরে গেল এবং সেখানে আরেকটি বৃদ্ধ হাঁস দেখে তার কাছে এসে সে সব খুলে বলল। তবে ঐ বৃদ্ধ হাঁসটি তরুণ হাঁসটিকে পরামর্শ দিল, তার ভুলের কথা যেন সে কাউকে না বলে। কেননা নিজের ভুলের কথা অন্যকে বলে কোন লাভ নেই, শুধু উপহাসের পাত্র হতে হয়।

এদিকে তরুণ হাঁসটি বৃদ্ধ হাঁসের কাছে মাছ সম্পর্কে জানতে চাইল না, জানতে চাইলনা মাছ কেমন, কিভাবে তাকে ধরতে হবে। ফলে সে প্রকৃত মাছকেও চাঁদের আলো মনে করতে লাগল। 

তাই আমাদের উচিত, আমরা যা জানিনা তা যেন অন্যের সহায়তায় শিখে নেই। অন্যের কাছ থেকে শেখা কোন দোষের নয়। না শিখলে নিজেরই ক্ষতি। শিখতে চাওযার মধ্যে কোন লজ্জাও নেই। পৃথিবীতে আমরা কেউই সবকিছু জানি না। আস্তে আস্তে শিখতে হয়। অন্যের কাছ থেকে শিখতে হয়।

চমৎকার উপভোগ্য ও শিক্ষণীয় গল্পটির জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না

অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

বাংলাদেশ।

 

'গল্প যেন জীবনের পাঠ'

আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত আজকের অন্তিম আয়োজন 'গল্প ও প্রবাদের গল্প' বেশ ভালো লাগলো। সাবলীল উপস্থাপনা আর সাময়িক বিরতির সূরের মূর্ছনায় দারুণ উপভোগ্য ছিল মাছ ও হাঁসের গল্পটি। তরুণ হাঁস তার অজ্ঞতার জন্য ঠিকই বারবার ঠকেছে এবং নিজেকে শুধরে নেয়ার জন্য প্রবীণ হাঁসের কাছে ছুটে গেছে। চাঁদের প্রতিচ্ছবিকে মাছ ভেবে তরুণ হাঁসটি যে ভুল করেছে, সে সম্পর্কে প্রবীণ হাঁসের কাছ থেকে শিক্ষা পেলেও মাছে ব্যাপারে তার আর জানা হলো না। মাছ তার কাছে আজও অপরিচিতই রয়ে গেল।

গল্পটি থেকে যা শিখলাম:

১. কোন বিষয়ে সঠিক না জেনে পা বাড়ানো ঠিক নয়।

২.  জানার জন্য অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।

৩.  আবেগে কোন কিছু করা ঠিক নয়।

৪. কারো কাছে কিছু শিখতে গেলে বিস্তারিত শেখার চেষ্টা করতে হবে।

৫. নিজের লোভ সম্বরণ করতে হবে।

৬. বুদ্ধি খাঁটিয়ে কাজ করতে হবে।

শিক্ষণীয় গল্পটি শেয়ার করার জন্য ধন্যবাদ রেডিও তেহরান কর্তৃপক্ষকে। তবে গল্পের শেষে মাছ এবং মাছ ধরার বিষয়ে কিছু উপদেশ বা শিক্ষণীয় কিছু কথা থাকলে প্রবীণ হাঁসের চরিত্রটি ফুটে উঠতো। ভালো থাকুন নিরন্তর ।

 

শুভ কামনায়

সোহেল রানা হৃদয়

সেক্রেটারি, আইআরআইবি ফ্যান ক্লাব, ঢাকা।

বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ