'চিঠিপত্রের আসর প্রিয়জন আমাকে অনেক প্রেরণা যুগিয়েছে'
(last modified Sat, 16 Sep 2023 10:07:47 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১৬:০৭ Asia/Dhaka
  • 'চিঠিপত্রের আসর প্রিয়জন আমাকে অনেক প্রেরণা যুগিয়েছে'

মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি সকল কলাকুশলীরা ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালোই আছি। বেশ ব্যস্ততার মাঝে দিন কাটছে। শুধু চিঠি যোগাযোগ স্থগিত আছে কিন্তু অনুষ্ঠান শোনা থেকে বিরত হয়নি। আমার এই সাময়িক সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

গত সপ্তাহের চিঠিপত্রের আসর প্রিয়জন আমাকে অনেক প্রেরণা যুগিয়েছে। প্রিয়জনের প্রথমেই ছিল আশরাফ ভাই-এর পাঠ করা বাণী। ওনার সিলেকশন শক্তি সুতীক্ষ্ণ ও আকর্ষণীয়। প্রত্যেকটা বাণী আমাদের জীবন চলার পথে সহায়ক হিসেবে কাজ করে।

প্রথম চিঠিটি ছিল শাহাদত স্যারের ব্রিকস-এর সদস্য পদ নিয়ে লেখা। ওনার চিঠির বুনন অত্যন্ত চমৎকার। অনেক ভালো লেখেন, সুলেখকই বটে।

পরের চিঠি ছিল ভারতের দেবাশীষ গোপের, 'নারী: মানব ফুল' নিয়ে সুন্দর লেখা। এরপর চিঠি ছিল হরিদাস রায়ের, রেডিও তেহরান ও ওয়েবসাইট নিয়ে প্রশংসামূলক চিঠি। তারপর ছিল নাজিমুদ্দিন শেখের, দেরীতে পাঠানোর স্বীকারোক্তিমূলক চিঠি। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)- এর কটুক্তিকারীদের নিয়ে জিল্লুর রহমান জিল্লুর লেখা কবিতার অংশবিশেষ আবৃত্তি করা হয়।

হিরামন শেখ=এর লেখা ছিল ডেংগু নিয়ে। সাক্ষাৎকার প্রচার হলো রাশেদ আহমেদ-এর।

পরের চিঠি ছিল ভারতের ছত্রিশগড়ের শ্রোতা আনন্দ মোহন বাইন দাদার। উনি লিখেছেন শ্রোতা বৃদ্ধিতে ক্লাব কর্মকাণ্ডের কথা। গঠনমূলক লেখা। এরপরের চিঠি ছিল প্রশংসাসূচক, লিখেছেন প্রভাষক রুহুল আমীন। সবশেষে ছিল সিনিয়র শ্রোতা মোখলেস ভাইয়ের লেখা। সুন্দর লেখা। এছাড়া কিছু ইমেইল-এর প্রাপ্তিস্বীকার ও ছিল। আমার নামটাও ওতে ছিল। প্রতি সপ্তাহের মত ঐদিনকার প্রিয়জন চমৎকার ছিল।

আপনাদের ওয়েবসাইট থেকে নতুন নতুন তথ্য পেয়ে খুবই উপকৃত হচ্ছি। সমসাময়িক ঘটনাগুলো খুবই চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে। এছাড়া রেডিওর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের ওপর ভরসা করা যায়। আর সিরাজুল ইসলাম ভাইয়ের রাজনৈতিক বিশ্লেষণ ও শ্রোতাদের আকৃষ্ট করছে। সবমিলিয়ে রেডিও তেহরান-এর পরিবেশনাগুলো আধুনিক ও যুগের সাথে সম্পৃক্ত।

ইদানীং ফেইসবুক লাইভে বেশ ভালো শোনা যাচ্ছে। রেডিওর রিসিপশন নিয়মিতভাবে পাঠানোর চেষ্টা করছি। নতুন নতুন ই-কিউএসএল কার্ড পেয়ে খুব ভালো লাগছে। আজ আর নয়, অনেক লিখলাম। ভবিষ্যতে আবার ও লেখার আগ্রহ রইল। ধন্যবাদ।

 

নজরুল ইসলাম

সভাপতি, বন্ধন অ্যান্ড লাকি লিসেনার্স ক্লাব

মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।

  

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

ট্যাগ